টুকরো খবর
নাবালিকাকে বিয়ে করে গ্রেফতার যুবক
নাবালিকাকে ফুঁসলে নিয়ে গিয়ে বিয়ে করে পুলিশের জালে ধরা পড়ল এক যুবক। বুধবার রাতে নকশালবাড়ির ওই যুবক চন্দন পাসোয়ানকে বিহারের ঠাকুরগঞ্জ রেল স্টেশন এলাকায় তার মামাবাড়ি থেকে গ্রেফতার করে নকশালবাড়ি থানার পুলিশ। বৃহস্পতিবার তাকে শিলিগুড়ি আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। নাবালিকাটিকে আপাতত একটি হোমে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মেয়েটির মা বৈজয়ন্তী মহালির অভিযোগের ভিত্তিতে পুলিশ ৩৬৩ এবং এবং ৩৬৩-এ ধারায় অপহরণের মামলা করেছে। পুলিশ সূত্রের খবর, চন্দনের বাড়ি নকশালবাড়ির দক্ষিণ রথখোলায়। ওই কিশোরী দক্ষিণ কোটিয়াজোতের বাসিন্দা। স্থানীয় সূত্রের খবর, ২৭ জুলাই স্কুল থেকে ফেরার পথে চন্দনের সঙ্গে পালিয়ে যায় ওই কিশোরী। তারপর থেকে দুজনকে পাওয়া যাচ্ছিল না। কিশোরীর মা বৈজয়ন্তীদেবী নকশালবাড়ি থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে চন্দন ও মেয়েটি বিয়ে করেছে। তারা বিহারের ঠাককুরগঞ্জে চন্দনের মামাবাড়িতে রয়েছে। বুধবার রাতে সেখান থেকেই গ্রেফতার করা হয় তাকে।

জিটিএ-তে যাওয়া স্থগিত
বেলগাছি হাইস্কুল এবং প্রাথমিক স্কুল দু’টি জিটিএ’র অন্তর্ভুক্ত হওয়া আপাতত স্থগিত থাকছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের সঙ্গে আলোচনা করেন অখিল ভারতীয় বিকাশ পরিষদের সদস্যরা। সেখানেই আলোচনায় মন্ত্রী তাদের ওই আশ্বাস দেন বলে দাবি করা হয়েছে। তাঁদের কথায়, মন্ত্রী জানিয়ে দেন আপাতত ওই স্কুল দুটি জিটিএ-তে অর্ন্তভুক্তির বিষয়টি স্থগিত থাকছে। বিকাশ পরিষদের তরফে স্কুল বন্ধ রাখার কথা জানান হলে, স্কুল খোলা রাখতে অনুরোধ করেন গৌতম বাবু। বিকাশ পরিষদের তরাই শাখার নেতা রাজকুমার টপ্পো বলেন, “মন্ত্রী অনুরোধ করায় আপাতত স্কুল খোলা থাকবে।” রাজ্য সরকারের নির্দেশে এ দিন থেকে বেলগাছির এই দুটি স্কুলের প্রশাসনিক দায়িত্ব জিটিএ’র অধীনে হস্তান্তর করার কথা ছিল। কিন্তু এই সিদ্ধান্তের বিরোধিতা করেন এলাকার বাসিন্দারা।

পিটিয়ে খুন, গ্রেফতার ৩
এক জনকে পিটিয়ে খুনের অভিযোগে একই পরিবারের ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার আলিপুরদুয়ার থানার উত্তর চকোয়াক্ষেতি গ্রামে বানিয়াকোনা পাড়ায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম চৌতু ওরাঁও (৫০)। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে দিন মজুরি নিয়ে দুই শ্রমিক পরিবারের বিবাদে খুনের ঘটনা ঘটে। খুনের অভিযোগে গণো ওরাঁও, তাঁর স্ত্রী চিন্তা ওরাঁও এবং ছেলে গোবিন ওরাঁওকে গ্রেফতার করা হয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত চৌতু ওরাঁওয়ের স্ত্রী শান্তি ওরাঁও ও গোবিন ওরাঁও বুধবার কদমতলা এলাকায় ধানের চারা বুনতে যায়। সেখানেই মজুরির টাকা নিয়ে গোলমালের সূত্রপাত। এর পরেই গোবিনকে সঙ্গে নিয়ে তার বাবা গণো ও মা চিন্তা ওরাওঁ সন্ধে সাতটা নাগাদ শান্তিদের বাড়ি যায়। শান্তি বাড়িতে ছিল না। এ নিয়ে শান্তির স্বামী চৌতুর সঙ্গে ওদের বচসা ও হাতাহাতি হয়। কাঠ দিয়ে মাথায় আঘাত করার জন্য ঘটনাস্থলেই চৌতু ওঁরাওয়ের মৃত্যু হয়েছে।

বৃহন্নলা সেজে ধৃত
বৃহন্নলা সেজে জোর করে টাকা তুলতে গিয়ে ধরা পড়ল ৩ যুবক। বৃহস্পতিবার ময়নাগুড়ির হাসপাতাল পাড়া, ময়নামাপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, ধৃতদের নাম আহিনুর ইসলাম, আইজুল ইসলাম ও আনিস রহমান অসমের বাসিন্দা। বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন থেকে এলাকায় বৃহন্নলাদের জুলুম শুরু হয়েছে। বাড়ি থেকে জোর করে ২-৩ হাজার টাকা নিচ্ছিল দলটি। স্থানীয় বাসিন্দারা তিন জনকে ধরেন। পরে বোঝা যায় তারা বৃহন্নলা নয়।

ঠেক রুখতে দাবি
দিনে দুপুরে পাড়ার মধ্যে চলছে জুয়ার আড্ডা, নেশার ঠেক। দিনে কুড়নিরা বাড়ি বাড়ি ঘুরে বিভিন্ন জিনিস নজরে করছে। রাতে ওই শিশু কিশোরদের দিয়েই চুরি করানো হচ্ছে। বৃহস্পতিবার ওই অভিযোগে, পুরসভার একাধিক ওয়ার্ডের কংগ্রেস নেতৃত্বের তরফে একযোগে সহকারি ডেপুটি পুলিশ কমিশনারকে স্মারকলিপি দেওয়া হয়। সহকারি ডেপুটি পুলিশ কমিশনার আভারু রবীন্দ্রনাথ বলেন, “তাদের অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে শুনেছি। অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ছাদ থেকে পড়ে মৃত্যু
খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হল ৯ বছরের শিশুর। বৃহস্পতিবার শিলিগুড়ির প্রধাননগরের চম্পাসারির পকাইজোত এলাকায়। মৃত শিশুটির নাম রজনী মাহাতো। এদিন সকালে বাড়ির ছাদে কয়েক বছরের বড় খুড়তুতো দিদির সঙ্গে খেলছিল সে। সে দিদিকে প্রস্তাব দেয় লাফ দিয়ে নিচে নামার। দিদি তাকে বারণ করলেও সে শোনেনি বলে পুলিশকে জানিয়েছে। উপর থেকে লাফ দিলে নিচে পড়ে তার মাথায় লাগে। তাকে নার্সিংহোমে নিয়ে গেল মৃত ঘোষণা করা হয়।

গুলমায় দেহ উদ্ধার
রহস্যজনকভাবে এক মানসিক রোগীর দেহ মিলল শিলিগুড়ির কাছে গুলমায়। গুলমার জঙ্গলে ওই বছর ৩০ এর ওই যুবতী সিল্লি মুণ্ডার দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষরাই পুলিশে খবর দেয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.