স্কুলে চুরি
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
গত দিন পঁচিশের মধ্যে বেলডাঙার ৫টি প্রাথমিক স্কুলে তালা ভেঙে দুষ্কৃতীরা হানা দিয়েছে। মাঝরাতে ওই স্কুলগুলিতে হানা দিয়ে দুর্বৃত্তরা মিড-ডে মিলের থালা-বাটি হাতানোর পাশাপাশি আলমারি ভেঙে চৌপাট করেছে গুরুত্বপূর্ণ নথিও। বুধবার রাতে পিলখানা প্রাথমিক বিদ্যালয় ও পিলখানা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে দুষ্কৃতীরা হানা দিয়ে বাসনপত্র নিয়ে চম্পট দিয়েছে। ডাকাতি হানার শিকার স্কুলগুলির প্রধান শিক্ষকরা পুলিশের কাছে অভিযোগও জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ভোটের মরসুমে পুলিশ কর্মী কম থাকার সুযোগ নিয়েছে দুষ্কৃতীরা। প্রতিটি ঘটনার তদন্ত চলছে। অপরাধীরা ধরার চেষ্টা চলছে।
|
বাবাকে কুপিয়ে আত্মসমর্পণ |
বাবাকে হাঁসুয়া দিয়ে রাতে কুপিয়ে সকালে পুলিশের কাছে আত্মসমর্পণ করল ছেলে। বুধবার রাতে রঘুনাথগঞ্জের ঘোড়শালা গ্রামের কবিরুল শেখের সঙ্গে খাওয়া-দাওয়া নিয়ে তাঁর বাবা কালু শেখের ঝামেলা বাধে। আচমকা কবিরুল হাঁসুয়া দিয়ে কোপাতে থাকে বাবাকে। জখম কালু শেখকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
বাজ পড়ে মৃত্যু হল জাদু মুর্মু (৪৫) নামে এক ব্যক্তির। তিনি নবগ্রামের ফলসাবাদের বাসিন্দা। বৃহস্পতিবার বিকেলে মাঠের কাজ করার সময় বজ্রাহত হন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। |