টুকরো খবর
খানাকুলে মারপিট
বৃহস্পতিবার বিকেলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজি ও হামলার অভিযোগ উঠল খানাকুলের ঘোষপুরের গাজিপাড়ায়। বাবলু খন্দকার নামে এক ব্যক্তির মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় দু’পক্ষের দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম মদন খাঁ এবং রাহুল রায়। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে বুধবার দুপুরেও খানাকুলের ঘোষপুরের খান পাড়ায় মার এবং পাল্টা মারের অভিযোগ ওঠে। ওই ঘটনায় দু’পক্ষের ৭ জন আহত হন। তাঁদের স্থানীয় ভাবে চিকিৎসা করানো হয়। ঘটনাস্থলে পুলিশ যায়। পুলিশ জানায়, দু’পক্ষই অভিযোগ জানিয়েছে থানায়। তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খানাকুল ১ ব্লকের ঘোষপুর পঞ্চায়েতের একটি বুথে প্রার্থিপদ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ বেধেছিল আগেই। বিবাদ মেটাতে না পেরে দল দু’জনের কাউকেই টিকিট দেয়নি। নজরুল ইসলাম খান এবং রফিক গায়েন নামে ওই দু’জন নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় নামেন। নির্বাচনে ২৬ ভোটে জিতে গিয়েছেন রফিক। নজরুলের অভিযোগ, সোমবার ফল ঘোষণার পর থেকেই তাঁদের ছেলেদের মারধোর করছে বিরুদ্ধ গোষ্ঠীর লোকজন। বুধবার নজকুলের ভাইপো মহসিন খান-সহ জনা সাতেক সমর্থককে লাঠিপেটা করা হয়েছে। অন্য দিকে, রফিকের বক্তব্য, খান পাড়ায় তাঁদের সমর্থকদের বাড়ি বাড়ি ঢুকে নজরুলের লোকজন মারধোর করেছে। জাকির হোসেন খানের বাড়িতে ঢুকে তাঁকে না পেয়ে স্ত্রী আলমোরা বেগম, বাবা আমজেদ আলি খান এবং মা আসিয়া বিবিকে মারধোর করেছে তারা। গোলমালের ঘটনায় দু’পক্ষই অবশ্য দাবি করেছে, তাদের কেউ হামলা চালায়নি।

জলমগ্ন ডহরকুণ্ডু
গত ক’দিনের টানা বৃষ্টির জেরে জমা জল বের হতে না পেরে আরামবাগের ডহরকুণ্ডু গ্রামের রায়জলকর পাড়া এবং মাইতি পাড়ার ১৩৪টি পরিবার জলবন্দি হয়ে পড়েন। রায়জলকর পাড়ার তিনটি মাটির বাড়ি ভাঙে। এ ছাড়াও, ৭৫টি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। বুধবার সকালে এলাকায় ঘুরে যান ব্লক আধিকারিকেরা। বিডিও প্রণব সাঙ্গুই বলেন, “জমা জল নেমে যাচ্ছে। বাড়ি ঘরের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আপাতত ৫০টি ত্রিপল দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্থদের চিহ্নিত করে ত্রাণের ব্যবস্থা হচ্ছে।” ব্লক প্রশাসন ও স্থানীয় সূত্রের খবর, আরামবাগের মায়াপুর, গৌরহাটি, সালেপুর ১ ও ২ এবং মাধবপুর পঞ্চায়েত এলাকার বৃষ্টির জল স্থানীয় ভোমরা খাল দিয়ে দ্বারকেশ্বর নদে পড়ে। ভোমরা খাল গৌরহাটি এলাকার রতনপুর থেকে কিছুটা সরু হয়ে গিয়েছে। সেখান থেকেই খালের জল উপছে মাঠ বেয়ে তুলনামূলক ভাবে নিচু এলাকা ডহরকুণ্ডু গ্রামে জমেছে। প্রতি বছরই অবশ্য এ ঘটনা ঘটে। দ্বারকেশ্বর শুকনো থাকলে জল দ্রুত নেমে যায়। না হলে তিন চার দিন পর্যন্ত সময় লাগে জল নামতে।

ধর্ষণের চেষ্টার অভিযোগে ধৃত
এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে আরামবাগের পারুল থেকে ওই নাবালককে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৮ জুলাই সন্ধ্যায় বছর চোদ্দোর ওই কিশোরের বাড়িতে খেলছিল বছর দশেকের মেয়েটি। সে সময়ে বাড়িতে কেউ না থাকার সুযোগে রথীন তাকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি কোনওমতে সেখান থেকে পালিয়ে আসে। পরে নিজের মাকে সমস্ত কিছু জানায়। বৃহস্পতিবার বিকেলে মেয়েটির বাবা আরামবাগ থানায় সেই ঘটনার অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার কিশোরকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাঁকে হুগলি জুভেনাইল আদালতে তোলা হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.