কলকাতা বিমানবন্দরে নেমে ভারতের ভিসা নিতে গিয়ে হাজার টাকার চারটি জাল নোট দেওয়ার অভিযোগে ইন্দোনেশিয়ার এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম মুলিশ মুস্তাপেং ও মেলাতি অলিভিয়া। বিমানবন্দর সূত্রের খবর, ওই দম্পতি ১৪ জুলাই মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুর থেকে কলকাতায় নেমে ভিসার জন্য ৬৬০০ টাকা দেন। তাঁরা ভিসা নিয়ে শহরে চলে যাওয়ার পরে পরীক্ষায় দেখা যায়, তাঁদের দেওয়া হাজার টাকার পাঁচটি নোটের মধ্যে চারটিই জাল। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে অভিবাসন দফতর। কারণ, শহরে অভিবাসনের অফিস ওই থানা এলাকাতেই। ওই দম্পতির ব্যাপারে দেশের সব বিমানবন্দরে সতর্কবার্তা পাঠিয়ে দেওয়া হয়। বুধবার বিকেলে কুয়ালা লামপুর ফেরার জন্য ওই দম্পতি ফের কলকাতা বিমানবন্দরে হাজির হলে তাঁদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়। জেরায় জানা যায়, কুয়ালা লামপুরের এক এজেন্টের কাছ থেকে তাঁরা ওই নোট নিয়েছিলেন। বিষয়টি কুয়ালা লামপুরের পুলিশকে জানানো হচ্ছে।
|
চুরির দু’ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার শিয়ালদহ স্টেশন থেকে বমাল গ্রেফতার পরিচারক। ধৃত মুকেশ যাদব বিহারের বাসিন্দা। পুলিশ জানায়, তাঁর কাছে মিলেছে এক ব্যবসায়ীর বাড়ি থেকে চুরি যাওয়া দু’লক্ষ টাকাও। এ দিন দুপুরে লর্ড সিনহা রোডের এক ব্যবসায়ী অভিযোগ করেন, তাঁর বাড়ি থেকে নগদ দু’লক্ষ টাকা চুরি গিয়েছে। ঘটনার পর থেকে বাড়ির পরিচারক মুকেশ বেপাত্তা। পুলিশের দাবি, জিআরপিকে সঙ্গে নিয়ে শিয়ালদহ স্টেশনে দাঁড়িয়ে থাকা বিহারগামী ট্রেন থেকে মুকেশকে ধরা হয়।
|
পণ না-পেয়ে স্ত্রীকে মারধর ও ব্ল্যাকমেল করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করেন এক নববিবাহিতা তরুণী। পুলিশ জানায়, মেয়েটির শ্বশুরবাড়ি বাগবাজারে। তরুণীর অভিযোগ, তাঁর স্বামী পণ চেয়ে তাঁকে মারধর করছেন। টাকা না-পেলে ব্যক্তিগত কিছু ছবি ইন্টারনেটে দিয়ে দেবেন বলে হুমকি দিচ্ছেন।
|
পুকুরে ডুবে মৃত্যু হল এক বৃদ্ধার। বৃহস্পতিবার, যাদবপুর থানার চিত্তরঞ্জন কলোনির কাছে। মৃতার নাম শীলা দত্ত (৭৫)। এ দিন ভোরে পুকুরে শীলাদেবীর দেহ ভাসতে দেখে স্থানীয়েরা পুলিশে খবর দেন। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশের অনুমান, ভোরে আম্রপল্লব পাড়তে গিয়ে তিনি পড়ে যান।
|
বেআইনি অস্ত্র-সহ গ্রেফতার হল এক ব্যক্তি। বুধবার রাতে, জোড়াবাগান থানা এলাকা থেকে। ধৃতের নাম বিশ্বজিৎ শীল। বাড়ি বরাহনগরে। তার কাছে কার্তুজ-ভরা একটি দেশি ওয়ান শটার মিলেছে। পুলিশ জানায়, বিশ্বজিতের দাদা খুনের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত।
|
যাত্রীদের বেরোনোর পথে ছিল একটি নীল রঙের ট্রলি ব্যাগ। বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের ৪এ গেটের সামনে। ঘোষণা করেও ব্যাগের মালিকের হদিস না পেয়ে সেটি তল্লাশি করেন বোমা বিশেষজ্ঞরা। মিলেছে কিছু প্রসাধনী, জামাকাপড়, একটি ল্যাপটপ ও হুইস্কির বোতল। ব্যাগটি জমা রয়েছে। |