বার্লুস্কোনির সাজা বহাল
সংবাদসংস্থা • রোম |
কর ফাঁকি দেওয়ার অপরাধে ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বার্লুস্কোনির চার বছরের কারাদণ্ড বহাল রাখল সে দেশের শীর্ষ আদালত। তবে ওই মেয়াদ জেলে কাটাতে নাও হতে পারে তাঁকে। সে দেশের বিশেষ আইনের জোরে তাঁর তিন বছরের কারাদণ্ড মকুব হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি এক বছর গৃহবন্দি হয়ে অথবা সমাজসেবা করে কাটাতে পারেন বার্লুস্কোনি। গত অক্টোবরেই টিভি স্বত্ত্ব কিনতে গিয়ে কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে বার্লুস্কোনি ও তিন জনের বিরুদ্ধে।
|
খবরে কোপ
সংবাদসংস্থা • বেজিং |
রাতারাতি বন্ধ হয়ে গেল চিনের শতাধিক খবরের ওয়েবসাইট। চিনা প্রশাসনের দাবি, ওই ওয়েবসাইটগুলির অধিকাংশই ভুয়ো নয়তো অবৈধ। বেশ কয়েকটি ওয়েবসাইট আবার নামী-দামি সংস্থাদের নিয়ে মিথ্যা খবর পরিবেশন করে তাদের কাছ থেকে তোলা আদায় করে। তবে এই যুক্তি মানছেন না সমালোচকেরা। তাঁদের দাবি, ২০০৬ সালে এমনই একটি ওয়েবসাইট এক জন প্রোমোটারের দুর্নীতির কথা ফাঁস করেছিল। তখন ওই সাইটটিকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল। এই ধরনের ছোটখাট খবরের ওয়েবসাইটগুলিতে মূলত নাগরিকরা তাঁদের অভাব-অভিযোগ, প্রশাসনের দুর্নীতি ইত্যাদি নানা বিষয়ে লেখা পাঠায়। সে সব যাতে কোনও ভাবে প্রকাশ না হয় তার জন্যই প্রশাসনের এই পদক্ষেপ। |