বনরুইয়ের আঁশ উদ্ধার, ধৃত সাত
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
প্রায় ৭০ কেজি বনরুইয়ের আঁশ উদ্ধার হল বৈকুণ্ঠপুর শালুগারা রেঞ্জে। বুধবার সকালে দেবীডাঙ্গার কৃষ্ণনগর এলাকার এক বাড়িতে হানা দিয়ে এই আঁশ উদ্ধার হয়। আম্তর্জাতিক বাজারের চোরাচালানকারীরা বেশ কিছুদিন থেকে এই সমস্ত পাচারের কাজ করছিল খবর পেয়ে রেঞ্জ অফিসার স্বপন মাঝির নেতৃত্বে একটি দল তদন্তে নামে। মঙ্গলবার সন্ধ্যায় দেবীনগর এলাকায় ক্রেতা সেজে ওই আঁশ কেনার জন্য দরদাম করেন তাঁরা। পরে সেই সূত্র ধরেই বুধবার সকালে সাত জনকে গ্রেফতার করেন তাঁরা। বৈকুণ্ঠপুরের বনাধিকারিক ধর্মদেব রাই জানান, হরিয়ানার কালনা থেকে আঁশগুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া সাতজনের মধ্যে একজন শিলিগুড়ির। তাঁর সূত্র ধরেই ক্রেতা সেজে তা কিনতে গিয়েছিলেন তাঁরা। বেশির ভাগেরই বাড়ি নেপাল ও দক্ষিন ভারতের দিকে। গ্রেফতার সাতজন শ্যামবিহারী মাহাতো (৩৫)-র বাড়ি শিলিগুড়িতে। জ্যাক রাংরং (৪৫) মণিপুর, অমৃত কুমার রানা (৫৬) নাগাল্যান্ড, গণেশ গিমিরে নেপাল, ডাকছায়া বীরবাহাদুর রাই(৪০) নেপাল, এম উদয় কুমার(৩৮) চেন্নাই ও ভাচাঁদ ধবি(৪৫) হরিয়ানার বাসিন্দা। রেঞ্জ অফিসার স্বপন মাঝি বলেন, “আগে থেকে খবর পেয়ে তাঁরা এই তল্লাশি করে।” এই এলাকার একটি বাড়িতে প্যাকেট করে তা বস্তায় তোলা হচ্ছিল। এ গুলি নেপাল সীমান্ত দিয়ে চিনে পাঠানোর পরিকল্পনা নেয় পাচারকারীরা। এই আঁশ দিয়ে ওষুধ, চামড়ার জ্যাকেট তৈরি হয়। |
চিতাবাঘের হামলা
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
চিতাবাঘের হামলায় জখম হলেন এক যুবক। বুধবার ডুয়ার্সের মেটেলি চা বাগানে ঘটনাটি ঘটেছে। জখম যুবকের নাম দশরথ গোয়ালা। তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর বাড়ি সামসিং চা বাগানের ইয়ংটং ডিভিশনে। পেশায় দুধ বিক্রেতা দশরথ এদিন সাইকেলে মেটেলি বাগানে এসেছিলেন। ১ নম্বর সেকশনে চা গাছের ঝোপের আড়াল থেকে আচমকাই চিতাবাঘটি দশরথের ওপর ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণ লড়াই করে প্রাণ বাঁচাতে সক্ষম হন দশরথ। |
হাতির হানায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানায়, গত রাতে শোণিতপুর জেলার বিশ্বনাথ এলাকার মোনাবাড়ি চা বাগানে একটি হাতির পাল ঢুকে পড়ে। রঞ্জিৎ মাহার নামে এক চা শ্রমিককে পিষে মারে বুনো হাতিরা।
|
জাতীয় সড়কে হাতি। অথচ দুই পাশে চা বাগান কিংবা ফাঁকা মাঠ, জঙ্গলের লেশমাত্র নেই। ডুয়ার্সের বিভিন্ন
এলাকায় এমনটা
আকছার ঘটে। বন দফতরের খাতায় হাতির করিডর হিসাব চিহ্নিত জাতীয় সড়ক এমন
এলাকাগুলি
চিহ্নিত করার কাজ
সম্প্রতি
কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন ও বন দফতরের
যৌথ উদ্যোগে শুরু করা হয়েছে।
জাতীয় সড়কে
চালকদের সচেতনতা
বাড়াতেই এই সাইনবোর্ড লাগানো হচ্ছে। —নিজস্ব চিত্র।
|
জার্মানির মাগডেবুর্গ চিড়িয়াখানায়। বুধবার। ছবি: এপি |