বাবাকে কোপ, অভিযুক্ত ছেলে
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
বাবাকে রামদার কোপ মারার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কাটোয়া শহরের মণ্ডলপাড়ায়। আহতের নাম রঞ্জিত মল্লিক। তিনি কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি। ছেলে প্রীতম মল্লিকের বিরুদ্ধে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ছেলের সঙ্গে বচসা হয় রঞ্জিতবাবুর। তখনই বাড়িতে থাকা রামদা দিয়ে বাবাকে কোপ মারে ছেলে। রঞ্জিতবাবু জানান, ছেলের ঘরে বিদ্যুৎ সংযোগ নিয়ে সমস্যা হচ্ছিল। পুলিশ জানায়, কাটোয়া শ্মশানঘাট এলাকায় একটি খুনের মামলাতেও প্রীতম অভিযুক্ত। |
বাড়িতে আগুন, অভিযুক্ত সিপিএম
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
তৃণমূলের দুই সমর্থকের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কাটোয়ার কামাল গ্রামে। তৃণমূলের অভিযোগ, সরগ্রাম পঞ্চায়েত পাবে না জানার পর থেকেই সিপিএম এলাকায় অশান্তি শুরু করেছে। বাড়িতে আগুন লাগানোর ঘটনায় জহর মাঝি ও খাদিম দাস নামে দুই সিপিএম সমর্থকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হয়েছে। সিপিএম অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। |
খালে মিলল দেহ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ডিভিসি-র খাল থেকে কিশোরের দেহ উদ্ধার হল। জামারের কাছে বুধবার সকালে দেহটি মেলে। পুলিশ জানায়, সোমবার দুপুরে আরও দুই কিশোরের সঙ্গে সাঁতার কাটতে দেওয়ানদিঘির কাছে ডিভিসি ক্যানালে গিয়েছিল কুরেরপাড়ার বিজয়রামের বাসিন্দা রাজেশ দাস (১৩)। সেখানেই সে তলিয়ে যায়। এ দিন তার দেহ মেলে। |