হুগলির বেগমপুরে আক্রান্ত সিপিএম কর্মী |
হুগলির বেগমপুরে আক্রান্ত হলেন এক সিপিএম কর্মী। নাম বিশ্বনাথ সাধুখাঁ। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেয় একদল দুষ্কৃতী। আগুনে বাড়িটির বেশিরভাগ অংশই ভষ্মীভূত হয়ে যায়। ঘটনায় আক্রান্ত বিশ্বনাথবাবুর অভিযোগ, এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই এলাকার তৃণমূল কর্মীরা তাঁকে খুনের হুমকি দিচ্ছে। তাই অনেক দিন ধরেই তিনি তাঁর এক প্রতিবেশির বাড়িতে থাকছিলেন। এই মর্মে থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন বিশ্বনাথবাবু। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
|
স্বরূপনগরে সিপিএম কার্যালয়ে ভাঙচুর, গুলিবিদ্ধ ২ কর্মী |
রাজ্যে পঞ্চায়েত ভোট শেষ হয়েছ। কিন্তু এখনও শেষ হয়নি রাজনৈতিক সংঘর্ষ। রাজ্যের বিভিন্ন জেলায় ভোট পরবর্তী হিংসার ঘটনা অব্যহত। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে সিপিএম-তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর এলাকা। আজ সকালে এলাকার সিপিএম দলীয় কার্যালয় ভাঙচুর করে একদল দুষ্কৃতী। বাধা দিতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত হন দুই সিপিএম কর্মী রফিকুল গাজি ও জলিল গাজি। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, এই ঘটনার পেছনে এলাকার তৃণমূলের কর্মী-সমর্থকরা প্রত্যক্ষভাবে জড়িত। লিখিতভাবে এই অভিযোগ থানায় জানানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয়েছে র্যাফ। |