গ্রামবাংলার রায় ’১৩
পঞ্চায়েত সমিতি মোট আসন কংগ্রেস বামফ্রন্ট তৃণমূল অন্যান্য
তেহট্ট-১ ৩৩ ১৬ ১৫
তেহট্ট-২ ২১ ১৭
করিমপুর-১
২২ ১৭
করিমপুর-২ ৩০ ২১
নবদ্বীপ ২১ ১৪
রানাঘাট-১
২৯ ১৬
রানাঘাট-২ ৪২ ৩২
হরিণঘাটা
৩০ ১৬ ১৩
চাকদহ
৪৭ ১০ ৩৫
নাকাশিপাড়া
৪৫ ২৫ ২০
চাপড়া
৩৯ ২১ ১২
কৃষ্ণগঞ্জ
২১ ১৭
কৃষ্ণনগর-১
৩৬ ১১ ২৫
কৃষ্ণনগর-২
১৯ ১১
হাঁসখালি
৩৯ ১৬ ২৩
শান্তিপুর
২৯ ১১ ১১
কালীগঞ্জ ৪৩ ২৪
জলঙ্গি ২৯ ১৯
রানিনগর-১ ১৮
রানিনগর-২ ২৭ ১৪ ১১
ডোমকল ৩৯ ২৪ ১৫
বেলডাঙা-১ ৩৯ ১৬ ২২
বেলডাঙা-২ ৩৩ ১৩ ১৭
নওদা ২৮ ১৫ ১৩
হরিহরপাড়া ৩০ ১৩ ১৩
কান্দি ৩০ ২২
খড়গ্রাম ৩৬ ২০ ১৬
ভরতপুর-১ ২৩ ১৮
ভরতপুর-২ ২১ ১৪
বড়ঞা ৩৭ ১৩ ২৩
রঘুনাথগঞ্জ-১ ১৮ ১৪
রঘুনাথগঞ্জ-২ ২৮ ১২ ১৫
সাগরদিঘি ৩৩ ১৬
ফরাক্কা ২৭ ১৫ ১২
সামশেরগঞ্জ ২৭ ১৬
সুতি-১ ১৮
সুতি-২ ২৮ ১২ ১১
বহরমপুর ৫১ ২৩ ২৮
জিয়াগঞ্জ ২৪ ১৬
ভগবানগোলা-১ ২২ ১২
ভগবানগোলা-২ ১৭ ১১
লালগোলা ৩৫ ২৭
নবগ্রাম
২৮ ১০ ১৮
নদিয়া
জেলা পরিষদ তৃণমূলের
জেলা পরিষদের আসন ৪৭ (৪৫) তৃণমূল ২৫ (৬)
বামফ্রন্ট ২১ (৩৪)
কংগ্রেস ১ (৫)


এই রায়ে আবারও প্রমাণিত হল সার্বিকভাবে
মানুষ আমদেরই পাশে রয়েছেন।


সুমিত দে। সিপিএমের জেলা সম্পাদক
এই ফল প্রমাণ করে তৃণমূলের জনবিচ্ছিন্নতা
ক্রমশ বাড়ছে। তার পরিণাম এটাই।
মুর্শিদাবাদ
জেলা পরিষদ কংগ্রেসের
জেলা পরিষদের আসন ৭০ (৬৩) কংগ্রেস ৪২ (৩১)
বামফ্রন্ট ২৭ (৩২)
তৃণমূল ১ (০)


উন্নয়নের লক্ষে জেলা পরিষদ পাওয়া জরুরি ছিল।
তাই হওয়ায় আমরা খুশি।

মৃগাঙ্ক ভট্টাচার্য। সিপিএমের জেলা সম্পাদক
জেলা পরিষদ দখলের কথা ভেবেছিলাম।
কিন্তু ফল আশানুরূপ হয়নি।
(বন্ধনীর ভিতরে ২০০৮ সালের হিসাব)



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.