শারীরিক রোগ অনেকটাই কমে যায় মানসিক দিক থেকে আনন্দে থাকলে। তাই রোগীদের উপরে আর্ট থেরাপির প্রয়োগ করছে পশ্চিমবঙ্গ লিভার ফাউন্ডেশন। এক বছর ধরে হেপাটাইটিস বি ও সি-র রোগীদের নিয়ে একটি স্বনির্ভর গোষ্ঠী করেছে ফাউন্ডেশন। তাদের উদ্দেশ্য, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া কোনও রোগীর পরিবারের হাতে চিকিত্সার খরচ তুলে দেওয়া। সেখানেই হস্তশিল্প শেখানোর মধ্যে দিয়ে রোগীদের আর্ট থেরাপির সঙ্গে পরিচয় ঘটানো হচ্ছে। গোষ্ঠী তৈরির উদ্দেশ্য, ওই রোগীদের হাতের কাজ শিখিয়ে সেই কাজগুলি বাইরের বাজারে বিক্রি করা। লিভার ফাউন্ডেশনের প্রকল্প-আধিকারিক পার্থসারথি মুখোপাধ্যায় জানালেন, স্বনির্ভর গোষ্ঠীর কিছু রোগী প্রতি শনিবার হাতের কাজের প্রশিক্ষণ নেন। এখনও পর্যন্ত স্বনির্ভর গোষ্ঠীর যে আয় হয়েছে, তা থেকে ৫ জন রোগীকে মাসে মাসে ওষুধের খরচ দেওয়া হচ্ছে। রবিবার, বিশ্ব হেপাটাইটিস দিবসে ফাউন্ডেশনের শিল্পীদের তৈরি হাতের কাজ নিয়ে একটি প্রদর্শনীও হয়।
|
মহিলা পরিচালিত এক সংস্থার উদ্যোগে রবিবার খড়্গপুর শহরের ইন্দায় হয়ে গেল স্বাস্থ্য সচেতনতা শিবির। সংস্থার সম্পাদিকা রঞ্জনা বন্দ্যোপাধ্যায় জানান, সব মিলিয়ে প্রায় ৩৫০ জন স্বাস্থ্য পরীক্ষা করান। শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
|
মেদিনীপুর শহরের ১৫ নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক রক্তদান শিবির হল রবিবার। শহরের পালবাড়ি এলাকায় অনুষ্ঠিত এই শিবিরে সবমিলিয়ে ১০১ জন রক্ত দেন। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন দুই বিধায়ক মৃগেন মাইতি এবং শ্রীকান্ত মাহাতো, বিদায়ী পুরপ্রধান প্রণব বসু প্রমুখ। |