নজর আজ যেখানে
• মোট গণনা কেন্দ্র: ২২ (বাঁকুড়া), ২০ (পুরুলিয়া)।
• মোট হলঘর: ১৭৩ (বাঁকুড়া) ১৬০ (পুরুলিয়া)।
• টেবিল: ১৪৭৬ (বাঁকুড়া) ১২০০ (পুরুলিয়া)।
• গণনা কর্মী: ৪৪২৮ (বাঁকুড়া), ৩৯৬০ (পুরুলিয়া)।
• গণনা শুরু: সকাল ৮টায়।
ছবি: সুজিত মাহাতো
• এক নজরে:
প্রথমে গ্রাম পঞ্চায়েত, পরে পঞ্চায়েত সমিতি ও শেষে জেলা পরিষদের আসনগুলির গণনা হবে।
বাঁকুড়ার জয়পুরে শুধু জেলা পরিষদের আসনের গণনা হবে। পুরুলিয়ার ১৮টি ব্লকে প্রতি স্তরে
গণনা হবে দুই রাউন্ড করে। তবে পুরুলিয়া ১ ও ঝালদা ২ ব্লকে গণনা হবে তিন রাউন্ডে।
গণনা কেন্দ্রে স্থানের সমস্যায় এই সিদ্ধান্ত। গণনা কেন্দ্রগুলির দায়িত্বে থাকছেন
সংশ্লিষ্ট ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার। থাকবেন নির্বাচনী পর্যবেক্ষকরাও।
প্রত্যেক গণনা কেন্দ্রেই সিসিটিভি অথবা ভিডিওগ্রাফির ব্যবস্থা থাকছে।
• বিধি নিষেধ:
গণনাকেন্দ্র চত্বরে ১৪৪ ধারা জারি থাকছে। রাজনৈতিক দলগুলি
গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে শিবির করতে পারবে না।
• নিরাপত্তা:
বাঁকুড়া জেলায় প্রতিটি গণনা কেন্দ্রে মোতায়েন থাকছেন প্রায় ১৫০ জন রাজ্য পুলিশের কর্মী।
এ ছাড়াও ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান জেলায় রয়েছেন। পুরুলিয়ায় গণনা কেন্দ্রে
পুলিশ আধিকারিকদের সঙ্গে কমবেশি ৬০ জন করে পুলিশকর্মী থাকছেন। গণনা কেন্দ্রের বাইরে
এলাকায় টহল দেবে পুলিশ। রাজ্য পুলিশের ২০০০ কর্মী ও দুই কোম্পানী কেন্দ্রীয় বাহিনীর
জওয়ান থাকছে। বাড়তি নজর থাকবে জঙ্গলমহল ও অতি স্পর্শকাতর এলাকায়।
• কন্ট্রোল রুম:
০৩২৪২-২৫৪৬৩৬ (বাঁকুড়া)
০৩২৫২-২২২৩০২/ ২২৩২৫৯ (পুরুলিয়া)
• মোট গণনা কেন্দ্র:
(প্রতি ব্লকের জন্য একটি করে)। (যদিও লাভপুরে প্রতিটি আসনেই তৃণমূল প্রার্থীরা
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় এই ব্লকের গণনা কেন্দ্রটি বাদ থাকছে)
যোগাযোগ: ০৩৪৬২-২২৫৪০৯।
যোগাযোগ: ০৩৪৬২-২৪৭২৪০।
যোগাযোগ: ০৩৪৬২-২৪৪২২৫।
যোগাযোগ: ০৩৫৬২-২৩০০৬৭।
যোগাযোগ: ০৩৪৬২-২৪০৩১০।
যোগাযোগ: ০৩৪৬২-২৬০২৬৫।
যোগাযোগ: ০৩৪৬২-২৭৮২২২।
যোগাযোগ: ০৩৪৬৩-২৬৪২৮০।
যোগাযোগ: ০৩৪৬৩-২৪১২৩৬।
যোগাযোগ: ০৩৪৬৩-২৭৫২৪২।
যোগাযোগ: ০৩৪৬১-২৬২২৫৫।
যোগাযোগ: ০৩৪৬১-২৩৫২৬০।
যোগাযোগ: ০৩৪৬১-২৫৫১৭০।
যোগাযোগ: ০৩৪৬১-২৫২৫৫৩।
যোগাযোগ: ০৩৪৬৫-২৫৫২৩৯।
যোগাযোগ: ০৩৪৬৫-২৫৯২২৩।
যোগাযোগ: ০৩৪৬৫-২৫২২৪৫।
যোগাযোগ: ০৩৪৬৫-২৪০৩০৬।
• কাউন্টিং হল: ১৩২টি। ১১৬৪টি টেবিল থাকছে।
প্রতিটি টেবিলের জন্য একজন করে কাউন্টিং অফিসার এবং দু’জন করে সহকারী থাকছেন।
• ভোট গণনার জন্য থাকছেন ৩৪৯২ জন কর্মী।
এ ছাড়াও মোট গণনাকর্মীর ১০ শতাংশ অর্থাত্‌ প্রায় ৩৫০ জন অতিরিক্ত
গণনাকর্মী রিজার্ভে থাকছেন। প্রতিটি গণনা কক্ষের বাইরে দু’জন করে সশস্ত্র পুলিশ
এবং বাইরের নিরাপত্তা বজায় রাখার জন্য অতিরিক্ত পুলিশ বাহিনী থাকছে।
• গণনা কেন্দ্রগুলিতে ১৪৪ ধারা জারি ছাড়াও থাকছে ভিডিওগ্রাফি-র ব্যবস্থা।
রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ, এ বারে রাজনৈতিক দলগুলিকে
বিজয় মিছিল করতে গেলে লাগবে পুলিশ সুপারের অনুমতি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.