দিন দুপুরে চুরি কান্দিতে
নিজস্ব সংবাদদাতা • বড়ঞা |
দিন দুপুরে এক সেনা জওয়ানের বাড়ি থেকে চুরির ঘটনা ঘটল। রবিবার দুপুরে বড়ঞা থানা এলাকার পাঁচথুপির হাতিবাগান এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, এলাকার বাসিন্দা প্রাক্তন সেনা কর্মী অধীর দাসের বাড়িতে তালা ভেঙে প্রায় তেরো ভরি সোনার গয়না ও এক লক্ষ নগদ টাকা নিয়ে পালায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অধীরবাবুর ছেলে বাপি দাস বর্তমানে সেনা জওয়ান। ছুটিতে বাড়ি ফিরেছিলেন তিনি। রবিবার অধীরবাবুর মেয়ের বাড়িতে সকলের নিমন্ত্রণ ছিল। সেই সুযোগেই অধীরবাবুর বাড়ির তালা ভেঙে বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা। তিনটি আলমারি ভেঙে প্রায় তেরো ভরি সোনার গয়না ও এক লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। শনিবার রাতে এই গ্রামের বাজার পাড়ায় এক বাসিন্দার বাড়ি থেকে একটি ডিজেল চালিত সেচ পাম্প চুরি হয়েছে। মাস দু’য়েক আগেও ওই গ্রামের বাসস্ট্যান্ড এলাকার এক চুরির ঘটনা ঘটে। কিন্তু সেই ঘটনার এখনও কোনও কিনারা করতে পারেনি পুলিশ। কান্দি মহকুমার পুলিশ আধিকারিক সন্দীপ সেন বলেন, “ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এলাকায় পুলিশ নজরদারিও বাড়ানো হয়েছে।” |
মহিলার অপমৃত্যু, চাঞ্চল্য
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
এক মহিলার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। রবিবার বড়ঞা থানার হলদিগ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে মৃত মৌসুমী বাগদি (২২) শনিবার রাতে কীটনাশক খান। পরিবারের লোকেরা জানতে পেরে ওই মহিলাকে কান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। অন্য দিকে, অস্বাভাবিক মৃতু্য হল ভরতপুর থানার গুন্দুরিয়া গ্রামের এক মহিলার। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মিনতি পাল (২৬)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কীটনাশক খেয়েই মৃত্যু হয়েছে তাঁর। দেহ দুটি ময়না-তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ওই দুই মহিলার মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। |
লরির ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
লরির ধাক্কায় মৃত্যু হল পাঁচ বছরের এক শিশুর। পুলিশ জানিয়েছে মৃত হাজরা খাতুন ফরাক্কার বল্লারপুরের বাসিন্দা। রবিবার বাড়ির পাশে ৩৪ নম্বর জাতীয় সড়কে খেলা করছিল শিশুটি। সেই সময়ই একটি লরি এসে তাকে ধাক্কা মারে। শিশুটিকে বেনিয়াগ্রাম ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। |
কলকাতার ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট-এর সম্প্রসারণ কেন্দ্র খোলা হল কৃষ্ণনাথ কলেজে। কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইণ্ডিয়া’র ইস্টার্ন রিজিওনাল কাউন্সিল-এর অধীনে রয়েছে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টওই ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট। কলেজ অধ্যক্ষ সোমেশ রায় বলেন, “চলতি শিক্ষা বর্ষ থেকেই ওই শাখায় ছাত্রছাত্রী ভর্তি করা হবে। আগামী অগস্ট থেকেই শিক্ষাবর্ষ শুরু হবে।” |
নিজের ঘর থেকে তেনু শেখ (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার রাতে রঘুনাথগঞ্জ থানার খরিবোনা গ্রামের ঘটনা। গ্রামবাসীরা দেহটি উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। |
চারু মজুমদারের ৪২তম শহিদ দিবস উপলক্ষে প্রতি বছরের মত এবছরও নদিয়া বন্ধের ডাক দিয়েছিল সিপিআই(এমএল)। এ দিন জেলায় বাস চলেনি। ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। শহরে বহু দোকান ছিল বন্ধ। |