টুকরো খবর
হাতির হানায় যুবক মৃত গোয়ালতোড়ে
ফের হাতির হানায় মৃত্যু হল গোয়ালতোড়ে। শনিবার রাতে মৃত যুবকের নাম সঞ্জয় পাল (২৫)। তাঁর স্ত্রী মৌ পাল আহত অবস্থায় মেদিনীপুর মেডিক্যালে ভর্তি। বন দফতর সূত্রের খবর, এই নিয়ে গত এপ্রিল থেকে হাতির হানায় গোয়ালতোড়েই তিন জনের মৃত্যু হয়েছে। আহত আট জন। হাতির হামলায় একের পর এক মৃত্যুর ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়ায়। পরে পুলিশ ও বনকর্মীরা গিয়ে পরিস্থিতি সামলায়। দফতরের ডিএফও (রূপনারায়ণ) রবীন্দ্রনাথ সাহা বলেন, “মৃত যুবকের পরিবারকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতের চিকিৎসার সব খরচ বহন করা হবে।” তাঁর আশ্বাস, দলছুট হাতিটিকে গভীর জঙ্গলে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি ময়ুরঝর্না থেকে ২৭টি হাতির দল লালগড় হয়ে গোয়ালতোড়ে ঢোকে। পরে তারা গড়বেতার বিভিন্ন জঙ্গল এবং গ্রামে ঢুকে তাণ্ডব চালায়। শনিবার সেই দলটিই গোয়ালতোড়ের পিংবনি পঞ্চায়েতের দুধপোতরির গভীর জঙ্গলে ঢুকে পড়ে। একটি দাঁতাল দলছুট হয়ে খাবারের খোঁজে গোয়ালতোড় শহর, বালিবাঁধ ও বড় চাউলির একাধিক জায়গায় তাণ্ডব চালায়। পতিতপাবন সর্দার, শুভময় বিশুই, জগবন্ধু নায়েক-সহ বেশ কয়েক জনের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরে বালিবাঁধ মাঠে নেমে খেতের সব্জি ও সদ্য রোওয়া ধানের ব্যাপক ক্ষতি করে সংলগ্ন পাড়ায় ঢুকে পড়ে। এর পরেই দাঁতালটি সঞ্জয় পালের মাটির বাড়ি ভেঙে ফেললে দেওয়াল চাপা পড়েন সঞ্জয় পাল ও স্ত্রী মৌ পাল। আওয়াজ পেয়ে পড়শিরা এসে তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান সঞ্জয়বাবু।

কুকুরের আতঙ্ক যদুরবেড়িয়ায়
বাইরে বেরোচ্ছেন? সাবধান। সঙ্গে লাঠি নিয়েছেন তো? এমনই অভিজ্ঞতা উলুবেড়িয়া পৌরসভার ১০ নং ওয়ার্ডে যদুরবেড়িয়া গ্রামের গ্রামবাসীদের। ঘর থেকে বেরোলেই সঙ্গে নিতে হচ্ছে লাঠি বা ঢিল। চোর বা ডাকাত তাড়াতে নয়, এগুলি নিতে হচ্ছে কুকুর তাড়াতে। গ্রামবাসীদের অভিযোগ, বর্তমানে এই গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে প্রচুর কুকুর। কুকুরের সংখ্যা অত্যাধিক বেড়ে যাওয়ার কারণে আতঙ্কিত গ্রামবাসীরা। প্রতিদিনই দু’একজন করে আহত হচ্ছে কুকুরের কামড়ে। সুব্রত গুচ্ছাইত বলেন, “আমায় প্রতিদিন সকালে ব্যবসার কাজে বেরোতে হয়। রাস্তায় বেরোলেই লাঠি নিয়ে বেরোতে হয়। না হলেই যে কোনও সময় কুকুরে কামড়ে দিতে পারে।” কৃষি দফতরের কর্মী তথা স্থানীয় আরেক বাসিন্দা দীননাথ ভাদুড়ি বলেন, “সব সময় রাস্তায় জুড়ে দাঁড়িয়ে দশ-বিশটা কুকুর।” দ্বিজেন অধিকারীর কথায়, “বিষয়টি কাউন্সিলরকে জানিয়েছি। কিন্তু এ বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।” সংশ্লিষ্ট কাউন্সিলর রবিয়াল হক মোল্লা বলেন, “আমি বিষয়টি পুরসভাকে জানিয়েছি। কিন্তু পুরসভার কুকুর ধরার মতো পরিকাঠামো নেই। তবে বিষয়টি নিয়ে ফের আলোচনা করব।” পরিকাঠামোর খামতি মেনে নিয়ে উপপুরপ্রধান নাজিমা খান আশ্বাস দিয়ে বলেন, “শীঘ্রই এ ব্যাপারে উদ্যোগ করা হবে।”

সবুজের অভিযান। ময়দানে গাছের চারা রোপণ করছেন
এনসিসি ক্যাডেটরা। রবিবার। ছবি: সুমন বল্লভ।

বাগানে হাতির দল
রেঞ্জ অফিসেরই বাগান তছনছ করল এক পাল হাতি। শনিবার মাঝ রাতে ঘটনাটি ঘটেছে বড়জ়োড়ায়। রেঞ্জ অফিসার মোহন শীট জানান, বাচ্চা-সহ ১৫টি হাতি রাত দেড়টায় অফিসের ফুলবাগানে ঢুকে পড়ে হামলা চালায়। বাগানের বেশ ক্ষতি হয়েছে। বনকর্মীরা দলটিকে দ্রুত না সরালে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারত। লাগোয়া বড়জ়োড়া হাইস্কুলে আজ সোমবার ভোট গণনা হবে। তাই নিরাপত্তার কারণে হাতির দলটিকে বড়জ়োড়া থেকে সরানোর চেষ্টা শুরু করেন বনকর্মীরা। উল্লেখ্য, ১১ জুলাই ভোট শেষ হওয়ার পরে রাতে ওই এলাকাতেই হাতির তাড়া খেয়ে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল ভোটের কাজে আসা এক এনভিএফ কর্মীর।

বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ
বনগাঁ স্টেডিয়ামে বৃক্ষরোপণ।—নিজস্ব চিত্র।
দশ হাজার গাছের চারা বিতরণ করা হল বনগাঁয়। রবিবার বনগাঁ মহকুমা টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বনগাঁ স্টেডিয়ামে চারাগুলি বিতরণ করা হয়। হয় বৃক্ষরোপণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন উদ্যোক্তা সংস্থার সভাপতি শ্যামল বন্দ্যোপাধ্যায়, বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ, মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক শঙ্কর আঢ্য প্রমুখ। পরে একটি ট্যাবলোও বের করা হয়।

হাতির হানায় মৃত ২
অসম-ভুটান সীমান্তের দু’টি জায়গায় হাতির হানায় মৃত্যু হল দু’জনের। গত রাতে বাক্সা জেলার নাগ্রিজুলিতে হাতির দল ঢুকে পড়ে। হাতির আক্রমণে মৃত্যু হয় অশোক সিক নামে এক ব্যক্তির। বগামাটি এলাকাতেও হাতির হানায় বিপুল নার্জারি নামে এক ব্যক্তি মারা যান।

হাতির হানায় মৃত্যু যুবকের
হাতির হানায় মৃত্যু হল এক যুবকের। শনিবার রাতে গোয়ালতোড়ে। মৃতের নাম সঞ্জয় পাল (২৫)। ডিএফও (রূপনারায়ণ) রবীন্দ্রনাথ সাহা মৃতের পরিবারকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান।

বনরক্ষীদের গুলিতে মৃত্যু, উত্তেজনা করিমগঞ্জে
বনরক্ষীদের গুলিতে এক ব্যক্তির মৃত্যু ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। শুক্রবার করিমগঞ্জের চেরাগি বনাঞ্চলে ঘটনাটি ঘটে।বন বিভাগের বক্তব্য, রক্ষীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় সশস্ত্র ‘দুষ্কৃতী’ মজরত আলির। ওই ব্যক্তি চোরাই জিনিসপত্র লেনদেনের ‘ব্যবসা’য় জড়িত ছিলেন বলে বনকর্তাদের দাবি। মজরতের পরিজন, পড়শিরা বন বিভাগের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছেন। দাবি, মজরত সাধারণ গ্রামবাসী। তাঁকে বিনা কারণে গুলি করে খুন করা হয়েছে।এই পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক সঞ্জীব গোঁহাই বরুয়া।

মধুর খোঁজে। তেহট্টে কল্লোল প্রামাণিকের তোলা ছবি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.