টুকরো খবর
বিএসএনএলে আজ থেকে ধর্মঘটের হুমকি
দাবি না-মিটলে বিএসএনএল কর্মীদের একাংশ আগামী কাল, সোমবার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটের হুমকি দিয়েছেন। সে ক্ষেত্রে মোবাইল ফোন ও বিল পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ও জুনিয়র টেকনিক্যাল অফিসারদের সংগঠন এআইজিইটিওএ কর্তৃপক্ষের কাছে মূল বেতন, অবসরকালীন ভাতা-সহ ছ’দফা দাবি দাখিল করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক আর পি সাহু বলেন, “আমাদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। ন্যূনতম অধিকার থেকেও আমরা বঞ্চিত।” সংস্থার সিএমডি আর কে উপাধ্যায় অবশ্য ডানিয়েছেন, কর্মীদের ন্যায্য দাবিগুলি তাঁরা বিবেচনা করছেন। তিনি বলেন, “আমরা ওঁদের এই বেআইনি ধর্মঘট থেকে বিরত থাকতে আর্জি জানিয়েছি। এই ধর্মঘট বিএসএনএলের পক্ষে যেমন ক্ষতিকারক, তেমনই তা ধর্মঘটীদের উপরও বিরূপ প্রভাব ফেলবে।” তাঁর বক্তব্য, দীর্ঘদিন পরে সংস্থা যখন সম্প্রসারণ প্রকল্প হাতে নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে, তখন কর্মীদের উচিত সে উদ্যোগে সামিল হওয়া।

নেট দুনিয়ায় পা শহরের সংস্থার
নেট ঘেঁটে বাজার করার প্রবণতা ক্রমশ বাড়ছে। সেই বাজার ধরতে এ বার ফেসবুক-কেও হাতিয়ার করছে কলকাতার জিপি ইনফোটেক। যার অর্থ ই-কমার্স থেকে তারা পা রাখল এফ-কমার্সে। জ্যাপলিস্ট ডট ইন, এই নামে নেট বাজারে পা রেখেছে জি পি ইনফো। সেখানে যেমন কেনাকাটা করা যাবে, তেমনই ফেসবুকের পাতায় মিলবে তাদের পণ্যের হদিস। কেনাকাটা সারা যাবে সেখানেও। জ্যাপলিস্ট-এর প্রতিষ্ঠাতা তথা সিইও কীর্তির বক্তব্য, দেশে ফেসবুক ব্যবহার করেন প্রায় ৬.৫ কোটি মানুষ। সমীক্ষা বলছে, তাঁদের মধ্যে প্রায় ৫১% মানুষ কোনও কিছু পছন্দ করলে তা কিনে থাকেন। এই চাহিদাকেই পাখির চোখ করছেন তাঁরা।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সব শাখায় এটিএম খোলার নির্দেশ কেন্দ্রের
আগামী ২০১৪-র ৩১ মার্চের মধ্যে প্রতিটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে তাদের সমস্ত শাখায় এটিএম খোলার নির্দেশ দিল কেন্দ্র। নির্দেশটি ইতিমধ্যেই ব্যাঙ্কগুলির কাছে পাঠানো হয়েছে বলে জানান অর্থমন্ত্রী পি চিদম্বরম। তিনি বলেন, গ্রামাঞ্চলের বাসিন্দাদের ২৪ ঘণ্টা টাকা তোলার সুবিধা করে দিতেই এই পদক্ষেপ।পাশাপাশি, ব্যাঙ্কগুলিকে আরও দু’টি নির্দেশ পাঠানো হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। একটি হল, চলতি অর্থবর্ষের মধ্যে তাদের ৮০০০টি শাখা খুলতে হবে, বিশেষ করে গ্রামাঞ্চলে। দ্বিতীয়টি হল, চাষিদের হাতে যথেষ্ট পরিমাণ শস্যঋণ ও চাষের যন্ত্রপাতি কেনার ঋণ জোগানোর ব্যবস্থা করা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.