বয়স তার মাত্র ক’দিন। কিন্তু উইলিয়ম ও কেটের ছেলে জর্জের সামনে রয়েছে একাধিক কর্মসূচি। সামনের বছরেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন উইলিয়াম ও কেট। স্বাভাবিক ভাবেই বাবা-মায়ের সঙ্গে যাবে ছোট্ট জর্জও। তার আগে এই অগস্ট মাসেই প্রপিতামহ ফিলিপের সঙ্গে দেখা করতে বালমোরাল যাবে জর্জ। অসুস্থতার কারণে এখনও পর্যন্ত নাতির ছেলের মুখ দেখেননি ফিলিপ। এখন অবশ্য তিনি অনেকটাই সেরে উঠেছেন। শীঘ্রই ফিলিপ ছুটি কাটাতে যাবেন বালমোরালে। তাই ফিলিপের সঙ্গে জর্জের আলাপ করানোর জন্য ছেলেকে নিয়ে বালমোরালে যাবেন উইলিয়াম ও কেট।
|
তাঁর ওজন ১৩০ কিলোগ্রাম। তাই নিউজিল্যান্ডে থাকতে পারবেন না দক্ষিণ আফ্রিকার অ্যালবার্ট বুটেনহুস! তাঁর স্ত্রী মার্থি জানিয়েছেন, তাঁরা কাজের ভিসা পুনর্নবীকরণের আবেদন করছিলেন। কিন্তু নিউজিল্যান্ডের অভিবাসন দফতর জানিয়েছে, তাঁদের দেশ ছাড়তে হবে। কারণ অ্যালবার্টের ওজন ১৩০ কিলোগ্রাম। দম্পতির অভিযোগ, ছ’বছর আগে তাঁরা যখন দক্ষিণ আফ্রিকা থেকে নিউজিল্যান্ডে এসেছিলেন, তখন অ্যালবার্টের ওজন ছিল ১৬০ কিলোগ্রাম। তখন ভিসা পুনর্নবীকরণ করা হয়েছে। এখন তাঁর ওজন ১৩০ কিলোগ্রাম। তা হলে এখন তাঁদের নিউজিল্যান্ড ছাড়তে বলার অর্থ কী?
|
মঞ্চে বক্তৃতা দিচ্ছিলেন ইতালির প্রথম কৃষ্ণাঙ্গ মন্ত্রী সেসিলি কিয়াঙ্গে। মাঝপথে হঠাৎই তাঁকে লক্ষ করে ঝাঁকে ঝাঁকে কলা ছুড়তে থাকেন দর্শকরা। কট্টর দক্ষিণপন্থীদের এ হেন ব্যবহারে নিন্দার ঝড় উঠেছে দেশ জুড়ে। উত্তর আফ্রিকা থেকে শরণার্থীদের সংখ্যা ইতালিতে বেড়ে চলেছে ক্রমশই। শরণার্থীদের ইতালির নাগরিকত্ব সহজে পাওয়ার বিষয়ে সওয়াল করেছিলেন কিয়াঙ্গে। আর এ কারণেই কট্টর দক্ষিণপন্থীদের হেনস্থার মুখে পড়তে হয় তাঁকে। শুক্রবারের ঘটনা নিয়ে বিশদ কিছু না বললেও দুঃখজনক আখ্যা দিয়েছেন কিয়াঙ্গে। |