পঞ্চায়েত নির্বাচন মেটার পরে ভোট গণনা ও তার পরে বোর্ড গঠন নিয়ে শনিবার বিধানসভায় তাঁর কক্ষে দলীয় বিধায়কদের সঙ্গে দফায় দফায় বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোট পর্ব মেটার পরে জাতীয় রাজনীতির কথা মাথায় রেখে দলীয় সাংসদদের নিয়েও মুখ্যমন্ত্রী বৈঠক করবেন। জানা গিয়েছে, সেই বৈঠক হবে আগামী মঙ্গলবার মহাকরণে তাঁর কক্ষে।
দলীয় সূত্রের খবর, আগামী ৫ অগস্ট সংসদের অধিবেশন শুরু হচ্ছে। তার আগেই সোমবার পঞ্চায়েত নির্বাচনের ফল বেরিয়ে যাবে। পঞ্চায়েত ভোটে দলের সাফল্য নিয়ে তৃণমূল নেতৃত্ব আশাবাদী। তার পর পঞ্চায়েতের সাফল্যের জোরেই সংসদের অধিবেশনে রাজ্যের প্রতি আর্থিক বঞ্চনার অভিযোগ-সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রের কংগ্রেস সরকারের সর্বাত্মক বিরোধিতা করার পরিকল্পনা করছে তৃণমূল।
সেই বিরোধিতার রণকৌশল স্থির করতেই মঙ্গলবার মহাকরণে লোকসভা ও রাজ্যসভার দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করবেন মমতা। তবে এ দিনের বিধায়ক-বৈঠক বা মঙ্গলবারের সাংসদ-বৈঠক নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় বলেন, “এ দিন বিধায়ক তহবিলের টাকায় বিভিন্ন প্রকল্পের কাজ সম্পর্কে বিধায়কদের সঙ্গে দলনেত্রী বৈঠক করেছেন। কারণ, পঞ্চায়েত ভোটের জন্য গত চার মাস ধরে বিধায়ক প্রকল্পের সব কাজকর্ম কার্যত বন্ধ পড়ে ছিল। মঙ্গলবার সাংসদ তহবিলের বিষয়েই আলোচনার জন্য লোকসভা ও রাজ্যসভার দলীয় সদস্যদের মহাকরণে বৈঠকে ডেকেছেন তিনি।”
এ দিন বিধানসভার প্রথম অর্ধের পরেই তাঁর কক্ষে এক একটি জেলা ধরে ধরে বিধায়ক ও মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পরে দলের বিধায়ক ও মন্ত্রীদের একাংশ জানান, সোমবার পঞ্চায়েতের ভোট গণনার কাজে নিযুক্ত দলীয় নেতা-কর্মীদের দায়িত্ব পালনের ব্যাপারে মুখ্যমন্ত্রী সচেতন করে দিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন, গণনার কাজ শেষ না হওয়া পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত দলীয় কর্মীরা যেন গণনা-কেন্দ্র ছেড়ে বেরিয়ে না আসেন।
পাশাপাশি ভোট গণনার দিন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় থেকে শুরু করে মুকুলবাবুর মতো শীর্ষ নেতাদের কী দায়িত্ব পালন করতে হবে, তা-ও এ দিন তাঁদের বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। |