টুকরো খবর
বুধবারই শেষ ফালোপার শিবির
ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে যোগ দিতে মেহতাব-সুয়েকারা শহরে আসছেন পয়লা অগস্ট। তিন দিন শিবির বাড়ানোর ইচ্ছে থাকলেও আর কল্যাণীতে ফিরে যেতে চাইছেন না মার্কোস ফালোপা। ফলে আবাসিক শিবিরে আর যোগ দেওয়া হচ্ছে না চিডি-ওপারার। যুবভারতীতেই সামনের সপ্তাহে অনুশীলনে যোগ দেবেন দুই বিদেশি। দলের চার নম্বর বিদেশি জেমস মোগার অবশ্য কোনও খোঁজ নেই এখনও। তিনি আটকে রয়েছেন সুদানে। ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য বললেন, “মোগার সঙ্গে আমরা কেউই যোগাযোগ করতে পারছি না। ওর এজেন্ট জানিয়েছে, সুদানে প্রবল ঝামেলা চলছে। সে জন্য নাকি আসতে পারছে না।” এ দিকে মোহনবাগান অনুশীলনে বিদেশির সংখ্যা বাড়ল। সুয়েকার পর ইচে। মাঠে নেমেই নিজেকে ‘ফিট’ বলে দাবি করলেন মোহনবাগানের নাইজিরিয়ান ডিফেন্ডার। শনিবার অনুশীলনের পর তাঁর দাবি, “দেরিতে অনুশীলনে যোগ দিলেও আমি একশো শতাংশ ফিট। নিজের ফিটনেস ধরে রাখার জন্য ছুটির মধ্যেও আমি অনুশীলন করেছি।” মোহনবাগানের সহকারী কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়ও বলে দিলেন, “প্রথম দিন ইচেকে অনুশীলনে দেখার পর বলতে পারি, ও একশো শতাংশ ফিট।” এ দিন মেডিক্যাল টেস্ট হল মোনবাগানে।

ফের ঝামেলা ওয়ার্নারের
ঝামেলা কিছুতেই পিছু ছাড়ছে না ডেভিড ওয়ার্নারের। অস্ট্রেলিয়ার ওপেনার এ বার দক্ষিণ আফ্রিকা সফরে বিতর্কে জড়ালেন। চার দিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ‘এ’-র বিরুদ্ধে অস্ট্রেলিয়া ‘এ’-র হয়ে নামা ওয়ার্নার বিপক্ষ উইকেটকিপারের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। শুক্রবারের পর এ দিনও দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার থামি সোলেকিলের সঙ্গে একই ঘটনা ঘটালে আম্পায়াররা হস্তক্ষেপ করতে বাধ্য হন। তাও এক বার নয় দু’বার। ড্র ম্যাচে প্রথম ইনিংসে ১৯৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে ৩৩ রানে আউট হন ওয়ার্নার। ইংরেজ ওপেনার জো রুটকে ঘুসি মারার দায়ে অ্যাসেজ থেকে ছেঁটে ফেলে ওয়ার্নারকে ম্যাচ প্র্যাকটিসের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে পাঠানো হয়। অ্যাসেজে আবার ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে ওয়ার্নারের, এমনটাই জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু ওয়ার্নার যে ভাবে মাঠে মেজাজ হারাচ্ছেন তাতে ক্রিকেট অস্ট্রেলিয়া বিতর্কিত ওপেনারকে অ্যাসেজে আবার সুযোগ দেয় কিনা সেটাই দেখার।

ফের বুচিবাবুতে খেলবে বাংলা
মাঝে সাত-আট বছর টুর্নামেন্টে টিম পাঠানো বন্ধ ছিল। আমন্ত্রণপত্র এলেও সিএবি থেকে কোনও উত্তর যেত না। তিতিবিরক্ত আয়োজকরা আমন্ত্রণ পাঠানোই বন্ধ করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত বুচিবাবু টুর্নামেন্টে আবার টিম পাঠানো শুরু করল সিএবি।আগামী ১৫ অগস্ট বুচিবাবুতে বাংলার প্রথম ম্যাচ। কিন্তু বাংলা টিমে তিন-চার জনের বেশি সিনিয়র ক্রিকেটার রাখা হচ্ছে না। মূলত, জুনিয়র ক্রিকেটারদের নিয়েই টিম হবে। তবে গত বারের বাংলা অধিনায়ক লক্ষ্মীরতন শুক্ল যেতে পারবেন না। তাঁর রিহ্যাব চলছে। সুস্থ হতে আরও সময় লাগবে। থাকছেন না ঋদ্ধিমান সাহা বা মনোজ তিওয়ারিও। ঋদ্ধি ওই সময় ভারতীয় ‘এ’ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফর করবেন। আর মনোজের চিকিৎসা চলবে।

হ্যামিল্টনের হ্যাটট্রিক
ব্রিটেন এবং জার্মানির পর হাঙ্গারিতেও যোগ্যতা অর্জনে সেরা সময় করে পোল পোজিশন পাওয়ার হ্যাটট্রিক করলেন লুইস হ্যামিল্টন। তাঁর টিম মার্সিডিজের মরসুমের সপ্তম পোল। তবে এখানেও দ্বিতীয় স্থান থেকে সেবাস্তিয়ান ভেটেল প্রবল চাপ তৈরি করবেন ব্রিটিশ তারকার উপর। সিলভারস্টোনে নিজের ঘরের রেস এবং জার্মানির নুরবারগ্রিং সার্কিটে রেসে নেমে সেই চাপ সামলাতে ব্যর্থ হন হ্যামিল্টন। হাঙ্গারোরিং সার্কিটে এ বার পোল থেকে পোডিয়াম পর্যন্ত পৌঁছোতে পারেন কি না, সেটাই দেখার। অন্য দিকে, নিজের শততম ফর্মুলা ওয়ান রেসে এগারো নম্বরে যোগ্যতা পেলেন ফোর্স ইন্ডিয়ার আদ্রিয়ান সুটিল। পল ডি রেস্টা কাল রেস শুরু করবেন আঠারো নম্বর থেকে।

ফেল্পসকে ছোঁয়ার বাসনা
জলের রাজার সামনে তাঁর রেকর্ড স্পর্শ করার স্বপ্ন সাজাচ্ছেন মিসি ফ্র্যাঙ্কলিন। লন্ডন অলিম্পিকের চারটি সোনাজয়ী মার্কিন সাঁতারু। ২০০মিটার ব্যাকস্ট্রোকের বিশ্ব রেকর্ড যাঁর পকেটে, সেই মিসি চাইছেন, ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপে দর্শকাসনে বসে থাকা ফেপ্লসের সামনেই তাঁর আটটি সোনা জেতার রেকর্ডকে স্পর্শ করতে। ২০০৮-এর বেজিং অলিম্পিকে আটটি সোনা জিতেছিলেন মাইকেল ফেল্পস। ১৭ বছরের আমেরিকান তন্বী বলেছেন, “আমি দিন-রাত পরিশ্রম করছি আমার স্বপ্ন সার্থক করার জন্য।”

নেইমার-যুগ শুরুর আগেই বার্সার সাত

ছেলের সঙ্গে সান্তোস ট্রেনিং গ্রাউন্ডে শেষবারের মতো নেইমার।
সান্তোস এফসি-কে বিদায় জানিয়ে এ বার বার্সেলোনার পথে পা বাড়ালেন ব্রাজিলীয় তারকা নেইমার। মেসি ও নেইমার জুটি বাঁধার আগেই অবশ্য শনিবার অসলোয় প্রদর্শনি ম্যাচে ভালেরেঙ্গা এফসি- কে সাত গোল দিল বার্সেলোনা। তৃতীয় গোলটি মেসির। জোড়া গোল ক্যামেরুনজাত ১৮ বছর বয়সি স্ট্রাইকার ডোঙ্গুর। আলেক্সি, টেলো, সান্তোস ও রোমান বাকি চারটি গোল করেন। সোমবার ন্যু ক্যাম্পে অনুশীলন শুরু করার কথা নেইমারের।

জিতল ডালহৌসি, জর্জ, রেল
কলকাতা লিগের ম্যাচে বড় ব্যবধানে জিতল ডালহৌসি। ৩-১ গোলে হারাল জানবাজারকে। ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ২-০ হারাল রেলওয়ে এফসি। জর্জ ১-০ হারাল বি এন আরকে। এরিয়ান ও ইস্টার্ন রেলওয়ে ম্যাচ ড্র হয়েছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.