রাজারহাটে মুর্শিদাবাদ ভবনের কাজ শুরু
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
শেষমেশ কলকাতার রাজারহাটে ‘মুর্শিদাবাদ ভবন’ নির্মাণের কাজ শুরু করল জেলা পরিষদ। ইতিমধ্যে ১০ কাঠা জমিতে ২ কোটি টাকা ব্যয়ে ওই ভবনের কাজও শুরু হয়েছে। সাংসদ অধীর চৌধুরীর পরামর্শে ২০০৪ সালে কংগ্রেসের দখলে থাকা তৎকালীন মুর্শিদাবাদ জেলা পরিষদ কলকাতায় পার্ক সার্কাসে ‘মুশির্দাবাদ ভবন’ তৈরির প্রস্তাব নেয়। কিন্তু নানা প্রশাসনিক জটিলতায় সেই কাজ বিশ বাঁও জলে তলিয়ে যায়। অবশেষে ভবনের কাজ শুরু হওয়ায় খুশি বাম-ডান সব পক্ষ। নিত্যদিন নানা কাজে জেলার বহু মানুষকে কলকাতায় যেতে হয়। রাত্রিবাসের জন্য তাঁরা এখন ওই ভবনেই থাকতে পারবেন। রাজারহাটে হিডকোর কার্যালয় লাগোয়া জমিতে গড়ে তোলা হবে ৪ তলা ‘মুর্শিদাবাদ ভবন’। প্রাথমিক পর্যায়ের কাজও শুরু হয়ে গিয়েছে। তার জন্য আপাতত জেলা পরিষদের সাধারণ খাত থেকে ২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরিচালনা করা হবে।
|
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
গলায় ফাঁস লাগানো অবস্থায় এক মহিলার দেহ উদ্ধার করল পুলিশ। মৃতা অনিমা বায়েন (৩৬) কান্দির গোকর্ণ এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রের খবর, ওই মহিলার সঙ্গে পড়শি এক যুবকের সম্পর্ক ছিল। এই নিয়ে মাঝেমধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা বাধত। বুধবার বিকেলেও ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। এরপরই বৃহস্পতিবার বিকেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন বলে মহিলার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে অন্যান্য ‘সম্ভাবনার’ ব্যাপারেও চোখ-কান খোলা রেখেছে পুলিশ বলে জানা গিয়েছে। এ দিন সকালেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। |