পবিতরায় চোরাশিকারির গুলিতে নিহত গন্ডার
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
এ বার পবিতরা অভয়ারণ্যে মারা পড়ল গন্ডার। ঘটনাটি ২৪ জুলাই রাতে হলেও গত কাল বিকেলে নিয়মমাফিক টহলের সময় গন্ডারের খড়্গহীন দেহটি পাওয়া যায়। রেঞ্জার অশোক দাস জানান, আজ ময়নাতদন্তের পরে জানা গিয়েছে, গন্ডারের শরীরে একে-৪৭ রাইফেলের দু’টি গুলির ক্ষত রয়েছে। গুয়াহাটির কাছে, মরিগাঁও জেলার পবিতরা অভয়ারণ্যের চারদিকেই গ্রাম রয়েছে। গ্রামবাসী ও বন দফতর হাত মিলিয়ে এখানে গন্ডার সংরক্ষণ করে। গত বছর জুলাই মাসেই এখানে একটি গন্ডার হত্যা হয়েছিল। বনরক্ষীদের মতে, বন্যার জল জঙ্গলে ঢুকে আসার সুযোগে শিকারিরা নৌকায় অভয়ারণ্যে প্রবেশ ও প্রস্থানের সুবিধা পায়। তবে কাজিরাঙায় গন্ডার নিধনে একে রাইফেল ব্যবহার হলেও এখানে আগে এই ধরণের রাইফেল ব্যবহার হয়নি। কাজিরাঙা লাগোয়া অরণ্যে কার্বি জঙ্গিদের ঘাঁটি। তাই সেখানে একে সিরিজের ব্যবহার হওয়া পুলিশ স্বাভবিক বলে মেনে নিলেও, মরিগাঁওয়ের মতো জঙ্গি-হীন, শহর লাগোয়া এলাকায় এ ধরনের রাইফেল ব্যবহার করে গন্ডার মারার ঘটনায় বনদফতর ও পুলিশ উভয়েই উদ্বিগ্ন।
|
হাতির হানায় জখম এক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
হাতির হানায় ফসলের ক্ষয়ক্ষতি অব্যাহত। শুক্রবার ভোরে গোয়ালতোড়ের খাপড়িভাঙা থেকে নাদারিয়ার জঙ্গলে এসে পৌঁছয় হাতির দল। বন দফতর সূত্রে খবর, যাতায়াতের পথে সব মিলিয়ে প্রায় ২৫ হেক্টর জমির ফসল এবং দু’টি বাড়ি ক্ষতিগ্রস্ত করেছে দলটি। হাতির হানায় এক ব্যক্তি জখমও হন। তিনি এখন চিকিৎসাধীন। গত রবিবার রাতে ময়ূরঝর্নার থেকে আসা প্রায় ৩০টি হাতির একটি দল গড়বেতার জঙ্গলে ঢুকে পড়ে। পাথরিশোল, খড়িকাশুলি, মাগুরাশোল ও তার আশপাশ এলাকায় দাপিয়ে বেড়ায়। বেশ কিছু ঘরবাড়ি ভাঙে। চাষের ক্ষতি করে। দলটির গতিবিধির উপর নজর রেখেছেন বন দফতরের কর্মীরা। বন দফতরের আশ্বাস, এলাকা থেকে হাতি তাড়ানোর সব রকম চেষ্টা চলছে। ওই দলটি যাতায়াতের পথে তিলাবনি, সিমলা, তিকলি প্রভৃতি এলাকায় হাতির দলটি ফসলের ক্ষতি করে।
|
|
উদ্দেশ্য বাঘ সংরক্ষণ। মুম্বইয়ের এক অনুষ্ঠানে দিয়া মির্জা। ছবি: পিটিআই। |
|
অবৈধ ভাবে বালি তুলে আটক লরি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বালি তোলার অভিযোগে ১৮টি লরি আটক করল জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতর। বৃহস্পতিবার রাতে খড়্গপুর লোকাল থানা এলাকার চৌরঙ্গি থেকে লরিগুলি আটক করা হয়। জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অরিন্দম দত্ত জানিয়েছেন, কয়েকটি লরির ক্যারিং অর্ডার (সিও) ছিল। সরকারকে রাজস্ব দিয়েই তারা বালি নিয়ে যাচ্ছিল। কিন্তু যে পরিমাণ বালি নিয়ে যাওয়ার কথা তার থেকে বেশি পরিমাণ বালি নিয়ে যাওয়ায় সেগুলি আটক করা হয়। আর কিছু লরি সিও ছাড়াই অবৈধ ভাবে বালি বয়ে নিয়ে যাচ্ছিল। ভূমি ও ভূমি সংস্কার দফতর সূত্রে জানা গিয়েছে, ওই গাড়ির বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হবে। সব মিলিয়ে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা জরিমানা হতে পারে। ওই অর্থ সরকারি রাজস্ব হিসাবে সরকারি কোষাগারে জমা পড়বে। অবৈধ ব্যবসায়ীদের এ ভাবে বেআইনি ভাবে বালি তোলা আটকাতে এবং সরকারি রাজস্বের ক্ষতি কমাতে আরও জোরদার তল্লাশি চালানো হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
|
গন্ডার রক্ষার বার্তাবাহী যুবক দুর্ঘটনায়
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
গন্ডার বাঁচাবার বার্তা ও দেশিয় বাদ্যযন্ত্রগুলিকে বাঁচিয়ে রাখার আর্তি নিয়ে চলন্ত বাইকে তাল, ঢোল, খোল, নাগারা ও শঙ্খ বাজাতে বাজাতে ৬৫ কিলোমিটার পথ পাড়ি দিলেন শোণিতপুর জেলার সুতিয়ার বাসিন্দা, ২৭ বছরের বসন্ত দাস। কিন্তু তারপরেই দুর্ঘটনায় পড়েন তিনি। যেতে হয় হাসপাতালে। আজ সকালে, তেজপুর এএসটিসি বাস স্ট্যান্ড থেকে তিনি যাত্রা শুরু করেছিলেন। উদ্দেশ্য ছিল ১২০ কিলোমিটার পথ গন্ডার বাঁচাবার বার্তা বহন করে লিমকা বুক অফ রেকর্ডে নাম তোলা। রাস্তায় যানবাহন বাঁচাতে বাঁচাতেই চলন্ত বাইকে তিনি পর্যায়ক্রমে শঙ্খ, নাগারা, তাল, খোল ও ঢোল বাজাচ্ছিলেন। সঙ্গে আরও ২০টি বাইকে বৃহত্তর সুতিয়া জাতীয়তাবাদী যুব সমাজের সদস্যরাও তাঁকে উৎসাহ দিচ্ছিলেন। কিন্তু ৬৫ কিলোমিটার পরে সুতিয়া বাস স্ট্যান্ডের কাছে ভিড় রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর দুর্ঘটনা হয়। হাসপাতালে নিয়ে যেতে হয় জখম বসন্তকে। আহত অবস্থাতেই তিনি ফের বাইক চালাবার জেদ ধরেন। আরও ৩০ কিলোমিটার যাওয়ার পরে রতুয়ায় তাঁকে থামিয়ে স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। সফল না হওয়ায় দুঃখিত বসন্ত জানান, তিনি ফের নতুন করে রেকর্ড গড়ার চেষ্টা শুরু করবেন।
|
আটক কাঠ, ধৃত ৪
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
পিকআপ ভ্যান ভর্তি কাটা কাঠ নিয়ে পালাচ্ছিল দুষ্কৃতীরা। বন সুরক্ষা কমিটির সদস্যেরা তাড়া করে তাদের ধরে ফেলেন। আটক করা হয় চোরাই কাঠ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার বাঁকাদহ রেঞ্জ লাগোয়া কুলুপুকুর এলাকায়। ধৃতেরা পুনিশোলের বাসিন্দা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
|
|
অবৈধভাবে মহানন্দার বুক থেকে লরি বোঝাই বালি সংগ্রহ।
শিলিগুড়িতে বিশ্বরূপ বসাকের তোলা ছবি। |
|
ছানাকে খাওয়াতে ব্যস্ত সিপাই বুলবুলি। বেলপুকুরে।—নিজস্ব চিত্র |
|