মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে নেতা-কর্মীদের, এই অভিযোগে মিছিল করে বসিরহাটের এসডিপিও দফতরের সামনে বিক্ষোভ দেখাল কংগ্রেস। স্মারকলিপিও দেওয়া হয় পুলিশ কর্তাকে। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি অসিত মজুমদারকে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল।
তৃণমূলের অভিযোগ, গত ২০ জুলাই শনিবার বসিরহাটের ইটিন্ডার পাইকারডাঙায় কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে তাদের দলের কর্মীদের উপরে হামলা চালায়। বেশ কয়েকজন আহত হয়। তাদের মধ্যে তৃণমূল প্রার্থীর স্বামী-সহ গুরুতর আহত তিনজনকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনার পর আহতদের পরিবারের পক্ষ থেকে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তাঁর মধ্যে কংগ্রেস নেতা অসিত মজুমদার এবং তিন কংগ্রেস প্রার্থী তপন পাল, মজিদ সর্দার এবং রসিদ গাজিরও নাম রয়েছে। এই মামলায় পুলিশ এখনও পর্যন্ত সাত জনকে গ্রেফতার করেছে। নেতাদের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদেই শুক্রবার দুপুরে বসিরহাট পুরসভার প্রধান কৃষ্ণা মজুমদার, বাবলি বসু, অমিত মজুমদার-সহ প্রায় দু’হাজার কংগ্রেস কর্মী টাউনহল চত্বরে জড়ো হন। সেখান থেকে মিছিল করে তাঁরা এসডিপিও-র দফতরে যান। |
জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অমিত মজুমদার বলেন, “সর্বত্র আমাদের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। দলের ছেলেদের আক্রমণ এবং বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। পাইকারডাঙার ঘটনার সময় অসিতবাবু দেগঙ্গায় ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মিথ্যা অভিযোগে কেউ গ্রেফতার হলে আজকের মতো শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাবে না জনতা।”
অন্যদিকে, বসিরহাটের এসডিপিও অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “পুলিশ তদন্ত শুরু করেছে। সংঘর্ষে জড়িত নয় এমন কাউকে গ্রেফতার করা হবে না।” |