টুকরো খবর
ফুরফুরে কুকরা এখন শিল্পী

স্টিভন ফিনের স্কেচে পিটারসেন
অ্যাসেজে ২-০ এগিয়ে চুটিয়ে সমাজসেবা করছেন অ্যালিস্টার কুক-রা। টিমমেটদের স্কেচ এঁকে। পাক্কা শিল্পীর মতো স্কেচ এঁকেছেন লর্ডসে ১৮০ করা রুট। ক্যাপ্টেনের রেখচিত্র উঠে এসেছে ফিনের হাতে। পিটারসেনের বাহারি চুলের স্টাইলকে নকল করতেও ছাড়েননি। ১৪টি স্কেচ অনলাইন নিলামে উঠেছে শুক্রবারই। থাকবে ১০ দিন। নিলাম থেকে পাওয়া অর্থ দাতব্য সংস্থার ‘ক্রিকেট ইউনাইটেড’ তহবিলে যাবে। আর পঞ্চম অ্যাসেজ টেস্টের তৃতীয় দিন স্টেডিয়ামে দর্শকদের নীল জার্সি পরে এই চ্যারিটিকে সমর্থন জানানোরও আবেদন জানান কুকরা।

অভিনব সমস্যায় ইউনাইটেড
সময় মতো দল গড়ে উঠতে না পারায় প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ খেলতে পারছে না ইউনাউটেড স্পোর্টস। আইএফএ-তে টিম লিস্ট জমার শেষ দিন ছিল ২৩ জুলাই। তাই আইনত স্থানীয় লিগে প্রথম ম্যাচ খেলতে পারবে না স্পনসরহীন ইউনাইটেড। ক্লাব কর্তা নবাব ভট্টাচার্য বললেন, “আমাদের আরও কিছু দিন ছাড় দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম। সেটা হয়নি। ফলে প্রথম ম্যাচ খেলতে পারব না।” এ দিকে, কলকাতা লিগে রেফারি-সমস্যায় আইএফএ। ৪০ রেফারির মধ্যে ৩১ জনই টুর্নামেন্টের সময় থাকছেন না। পাঁচজন রেফারিং-পরীক্ষা দিতে দিল্লি যাচ্ছেন। ২৬ জন কুপার টেস্ট দিতে যাচ্ছেন পটনায়। আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “ফেডারেশনকে অনুরোধ করব রেফারিদের পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য।”

মোগা আটকে সুদানে
জেমস মোগার কলকাতায় আসা নিয়ে ধোঁয়াশা ইস্টবেঙ্গলে। তাঁর এজেন্টের খবর, মোগার দেশ দক্ষিণ সুদানে এই মুহূর্তে রাজনৈতিক জটিলতা। তাই শুক্রবার শহরে আসার কথা থাকলেও তিনি আসেননি। সারা দিন অপেক্ষার পর রাতে মোগার এজেন্টের সঙ্গে যোগাযোগ করে তাঁর দেশের ডামাডোলের কথা জানতে পারেন ইস্টবেঙ্গল ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য। তিনি বলেন, “শনিবার চেষ্টা করব যাতে ও বিমান ধরতে পারে।” ক্লাবের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, “বাড়ি থেকে বেরোতেও ওর সমস্যা হচ্ছে। কোনও ভাবে ওকে ওখানকার বিমানবন্দরে আনতে পারলে কলকাতায় আসার রাস্তা খুলবে।”

শিবির বন্ধ, ফিরছেন আশা
ঠিক ছিল সেপ্টেম্বর পর্যন্ত বেঙ্গালুরুতে চলবে শিবির। কিন্তু হঠাৎই আশা রায়দের স্প্রিন্ট ইভেন্টের শিবির বন্ধ করে দিল জাতীয় সংস্থা। সদ্যসমাপ্ত এশীয় মিটে মেয়েদের স্প্রিন্টে দু’টি পদক জেতে ভারত। রূপো পান বাংলার আশা, ব্রোঞ্জ দ্যুতিচাঁদ। তার পরেও কেন বন্ধ করা হল শিবির জানেন না তাঁদের কোচ তরুণ সাহা। “চিফ কোচও ফোন ধরছেন না। দু’দিন অপেক্ষা করলাম। আর থাকতে দেবে না, তাই ফিরে যাচ্ছি।” ফিরে আসছেন আশাও। ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁর হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দেবে সবুজ-মেরুন। সিঙ্গুরের মেয়ে জানালেন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

ডোপিংয়ের দায়ে নির্বাসিত
ডোপিং করে ১৮ মাস নির্বাসনে সার্বিয়ার টেনিস প্লেয়ার ভিক্টর ট্রয়িকি। বিশ্বের প্রাক্তন ১২ নম্বর এবং ২০১০ ডেভিস কাপজয়ী ট্রয়িকিকে ডোপ বিরোধী আইন ভাঙার জন্য শাস্তি দিল আন্তর্জাতিক সংস্থা। এপ্রিলে মন্টে কার্লো মাস্টার্সে ট্রয়িকি রক্তের নমুনা দেননি। শুধু মূত্রের নমুনা দিয়েছিলেন। ট্রয়িকির দাবি, সে দিন খুব ক্লান্ত ছিলেন আর এক অফিসার তাঁকে আশ্বস্ত করেন, রক্ত না দিলেও সমস্যা হবে না।

মাঠে যাচ্ছেন না সুব্রত
সুব্রত ভট্টাচার্য মাঠে যাওয়া বন্ধ করেছেন দ্বিতীয় ম্যাচে হারের পরই। কলকাতা প্রিমিয়ার লিগে শুক্রবারও জিততে পারেনি তাঁর দল সাদার্ন সমিতি। মিহির বসুর কালীঘাটের সঙ্গে ২-২ ড্র করল তারা। আটকে গেল ব্যারেটোর ভবানীপুরও। মনোরঞ্জন ভট্টাচার্যের পোর্ট ট্রাস্টের সঙ্গে ১-১ করল। পুলিশ এসির সঙ্গে গোলশূন্য ড্র কালীঘাট মিলন সঙ্ঘের। পিয়ারলেসকে ৩-০ হারাল আর্মি একাদশ। ট্রেডস কাপ চ্যাম্পিয়ন পাঠচক্র।

প্রত্যাখ্যাত মেরি ‘বিদ্রোহী’
অলিম্পিক পদকজয়ী ভারতীয় মেয়ে বক্সার মেরি কম তাঁর গ্রামে নিজের নামাঙ্কিত রাস্তার বেহাল অবস্থা ঠিক করতে তহবিল তৈরিতে নামলেন। সম্প্রতি তৃতীয় সন্তানের মা হওয়া মেরি কম দাবি করেছেন, তাঁর রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই রাস্তা সারানোর জন্য তিনি অনুরোধ করা সত্ত্বেও কোনও সাড়া পাননি। তার পরেই মেরি ঠিক করেন, নিজেই প্রচারে নেমে তহবিল গড়বেন রাস্তা মেরামতের টাকা জোগাড় করতে।

ফের ধাক্কা খেল ম্যান ইউ
প্রাক-মরসুম প্রস্তুতিতে ফের ধাক্কা খেল মোয়েসের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। জাপানের ওসাকা নাগাই স্টেডিয়ামে সিরিজো ওসাকা-র বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল শোধ করে ২-২ ড্র করল। নতুন ‘রেড ডেভিল’ উইলফ্রেড জাহা-র গোলে প্রায় হেরে যাওয়া ম্যাচ বাঁচাল ম্যান ইউ। মোয়েসের দলের অন্য গোলটা জাপানি তারকা শিনজি কাগাওয়ার।

জুডোকার মর্মান্তিক মৃত্যু
অন্তঃসত্ত্বা ছিলেন। কিন্তু সে কথা জানতেন না। সিআরপিএফ কর্মী লউরেমবাম ব্রজেশ্বরী দেবি-র ১০ সপ্তাহের ট্রেনিং ক্যাম্পে যোগ দিয়ে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে রবিবার মারা যান ২০০০ সিডনি অলিম্পিকের এই জুডোকা। চিকিৎসকরা জানান, অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে ৩২ বছরের মণিপুরি মেয়েকে বাঁচানো যায়নি।

মনোনীত মনোরঞ্জন
খেলাধুলোয় সারাজীবনের অবদানের সর্বোচ্চ স্বীকৃতি, ধ্যানচাঁদ পুরস্কারের জন্য কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে মনোরঞ্জন ভট্টাচার্যের নাম পাঠিয়েছে এআইএফএফ। শুক্রবার রাতে ফেডরেশনের একটি সূত্রে এই খবর জানা যায়।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.