টুকরো খবর |
শ্লীলতাহানির অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
এক বধূর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক ঠিকাদারের বিরুদ্ধে। শুক্রবার সকালে হলদিয়ার সুতাহাটা থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযুক্ত টিউবওয়েল ঠিকাদার শেখ মোশারফের বাড়ি জুনাটিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাশের গ্রাম খড়িবেরিয়ায় ওই মহিলার ভাই মোশারফের অধীনে কাজ করত। কিছুদিন আগে মোশারফ তাকে কিছু টাকা অগ্রিম দেন। কাজ না করায় টাকাটা পাওনা ছিল। ওই দিন রাতে মোশারফ ও তাঁর বাবা বধূর বাড়িতে টাকা চাইতে আসেন। সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। ওই বধূর অভিযোগ, “মোশারফ আমাকে খাবার জল আনতে বলে। আমি জল আনতে বাড়ির দাওয়ায় গেলে সে আমার শ্লীলতাহানি করে। আমি চিৎকার করলে ওরা পালিয়ে যায়।”
|
দুষ্কৃতী দৌরাত্ম্য, পুলিশে নালিশ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর শহরের কংসাবতী কলোনির আশপাশে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের একাংশের। ইতিমধ্যে পুলিশের কাছেও এই অভিযোগ জানানো হয়েছে। স্থানীয়দের বক্তব্য, এলাকায় মাঝেমধ্যে চুরির ঘটনা ঘটছে। নেশাগ্রস্ত যুবকদের উপদ্রব লেগে রয়েছে। এর ফলে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশ-প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না-করলে সমাজবিরোধীদের দাপট আরও বাড়বে। কংসাবতী কলোনির পাশেই রয়েছে মেদিনীপুর আদালত। অদূরে শরৎপল্লি, অরবিন্দনগর, বিধাননগর প্রভৃতি এলাকা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় পর্যাপ্ত পথবাতি নেই। ফলে দুষ্কর্ম করে যে কেউ সহজে চম্পট দিতে পারে। এক সময় দিনেদুপুরে সমাজবিরোধীদের উপদ্রব চলত। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইদানীং এই এলাকায় ফের নেশাগ্রস্তদের যাতায়াত বাড়তে শুরু করেছে। পুলিশ অবশ্য জানিয়েছে, উদ্বেগের কিছু নেই। প্রয়োজনে নজরদারি আরও বাড়ানো হবে।
|
রেল যাত্রীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
ট্রেনে অসুস্থ হয়ে শুক্রবার সকালে এক যাত্রীর মৃত্যু হল। মৃতের নাম দেবাশিস রায় (৫২)। বাড়ি কলকাতার বাঘাযতীনে। রেল পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি ট্রেনের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। খবর পৌঁছয় রেল পুলিশের কাছে। খড়্গপুর স্টেশনে ট্রেন পৌঁছনোর পর তাঁকে স্থানীয় রেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় দেবাশিসবাবুর।
|
শিক্ষকদের ডেপুটেশন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মিড ডে মিল সহ অন্যান্য কাজে শিক্ষকদের সরাসরি যুক্ত না করা, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সময় মতো পেনশন দেওয়ার ব্যবস্থা করা-সহ বেশ কিছু দাবিতে শুক্রবার জেলা বিদ্যালয় পরিদর্শকের (প্রাথমিক) দফতরে ডেপুটেশন দিয়েছে এবিপিটিএ’র শহর জোনাল কমিটি। |
|