বোনের বন্ধুকে ‘ধর্ষণ’ করে পলাতক যুবক
নিজস্ব সংবাদদাতা • পুড়শুড়া |
মানসিক ভারসাম্যহীন বোনের বান্ধবীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুড়শুড়ায়। অভিযুক্ত শেখ রফিক ওরফে রাকেশ পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর সাতাশের ওই প্রতিবন্ধী তরুণীর সঙ্গে দেখা করতে মাঝে মধ্যেই তাঁর বাড়িতে আসতেন প্রতিবেশী এক তরুণী। ছোট থেকেই দু’জনের বন্ধুত্ব। বছর পনেরো বয়সের পরে রফিকের বোন মানসিক রোগাক্রান্ত হয়ে পড়লেও ওই তরুণীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয়নি। প্রায় প্রতি দিনই দেখা হত দু’জনের। বৃহস্পতিবার বিকেলে রফিকের বাড়িতে গিয়েছিলেন প্রতিবেশী তরুণী। সন্ধের পরে বাড়ি না ফেরায় তাঁর মা রফিকের বাড়ি হাজির হন। তিনি দেখেন, সংজ্ঞাহীন মেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। হাত বাঁধা। মুখে কাপড় গোঁজা। পাশে তাঁর বান্ধবী উন্মত্ত ভাবে মাথার চুল ছিঁড়ছে, মেঝেতে মাথা ঠুকছে। জ্ঞান ফিরলে তরুণী জানান, রফিকই তাঁকে জোর করে অন্য একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। মেয়েটিকে প্রাথমিক ভাবে ভর্তি করা হয় পুড়শুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে পাঠানো হয় আরামবাগ মহকুমা হাসপাতালে। তাঁকে রক্ত দেওয়ার দরকার বলে জানান চিকিৎসকেরা। কিন্তু আরামবাগ মহকুমা হাসপাতালে রক্তের আকাল চলছে কিছু দিন ধরেই। মেয়েটিকে পাঠানো হয় বর্ধমান মেডিক্যালে।
|
নিরাপত্তা চেয়ে স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
পঞ্চায়েত নির্বাচনের গণনায় রাজনৈতিক সন্ত্রাসের আশঙ্কায় পুলিশি নিরাপত্তার দাবিতে জেলা পুলিশ সুপার এবং অতিরিক্ত জেলাশাসকের (সাধারণ) দ্বারস্থ হলেন হুগলি জেলা বামফ্রন্ট নেতৃত্ব। জেলা সিপিএমের সম্পাদক সুদর্শন রায়চৌধুরী বলেন, “উত্তেজনাপ্রবণ গণনা কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখতে হবে। কয়েকটি জায়গা ছাড়া অধিকাংশ জায়গাই উত্তেজনাপ্রবণ। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রেখে কড়া নজরদারি চালাতে হবে।” গণনাকেন্দ্রে তাঁদের এজেন্টদের উপরে যাতে কোনও রকম হামলা না হয়, সে দিকেও পুলিশ-প্রশাসনের কর্তাদের নজর দেওয়ার আর্জি জানিয়েছেন বাম নেতারা।
|
রেলে কাটা পড়ে মৃত্যু মা ও শিশুর
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
রেলে কাটা পড়ে মৃত্যু হল মা ও শিশুর। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার দক্ষিণ-পূর্ব রেলওয়ে শাখার কুলগাছিয়া লেভেল ক্রসিংয়ে। পুলিশ জানায়, মৃত মা ও শিশুর নাম তসমিনা বেগম (৪০) এবং শেখ পিন্টু (৪)। বাড়ি কুলগাছিয়ার শ্রীরামপুরে। এ দিন দুপুর ২ টা নাগাদ ছেলেকে নিয়ে বন্ধ লেভেল ক্রসিংয়ের নীচে দিয়ে পার হতে গিয়েছিলেন তসমিনা। সেই সময় আপ গীতাঞ্জলি এক্সপ্রেস তাঁদের দু’জনকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
|
প্রতিশ্রুতি দিয়ে সহবাসের নালিশ
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠেছে আরামবাগের পুরা গ্রামের যুবকের বিরুদ্ধে। পুলিশ জানায়, অভিযুক্ত কার্তিক দে পলাতক। পুলিশ জানতে পেরেছে, মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পরে তাঁকে বিয়ে করতে রাজি হননি ওই যুবক। শুক্রবার তরুণী থানায় অভিযোগ দায়ের করেন।
|
গভীর রাতে বাড়িতে হানা দিয়ে লুঠপাট চালাল আট-দশজনের সশস্ত্র দুষ্কৃতী দল। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার জয়পুর থানার সোলভাগা গ্রামে। বাধা দিতে গিয়ে আহত হন পরিবারের দু’জন। তাঁদের জয়পুর বি বি ধর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। |