|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
উদ্ভাসিত হয়েছে নিজস্ব রূপরীতি |
মৃণাল ঘোষ |
বলাকা দাস (গুপ্ত)-র প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হল সম্প্রতি ৪০ এ, বালিগঞ্জ প্লেসের সুচিত্রা ক্রিয়েটিভ স্টুডিয়োতে। ছবিতে তাঁর কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। রবীন্দ্রনাথের গানের বাণী নিয়ে কিছু ছবি করেছেন। কিছু ছবি রয়েছে রবিশঙ্কর সৃষ্ট বিভিন্ন রাগ অবলম্বনে। গানের ছবিতে মানবীমুখ এসেছে সূক্ষ্ম অলঙ্করণের সৌকর্যে। |
|
ঐতিহ্যদীপ্ত এই অলঙ্করণ পদ্ধতিতে শিল্পীর নিজস্ব রূপরীতি উদ্ভাসিত হয়েছে, যা সংহত মননে দীপ্ত। রাগরূপের অনেক ছবিতে তিনি নিসর্গ এঁকেছেন। অলঙ্করণের সূক্ষ্ম কারুকাজ রয়েছে সেখানেও। প্রথম প্রদর্শনীতেই বলাকা স্বকীয়তার পরিচয় রেখেছেন।
|
প্রদর্শনী চলছে
তাজ বেঙ্গল: উজ্জ্বল দেবনাথ কাল শেষ।
অ্যাকাডেমি: পরেশ সাহা, ইন্দিরা হালদার প্রমুখ ৩১ জুলাই পর্যন্ত।
মৌসুমী রায়, জয়স্মিতা দে ৩১ পর্যন্ত।
‘প্রয়াস’ ৩১ জুলাই পর্যন্ত।
শিল্পী দাস চৌধুরী ৩১ জুলাই পর্যন্ত।
উৎপল চক্রবর্তী ৩১ জুলাই পর্যন্ত।
ইমামি চিজেল: প্রবাল ৩১ পর্যন্ত। |
|