একটি সোনার দোকানে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার যুবক গ্রেফতার হল। বৃহস্পতিবার রাতে, ভবানীপুর থানা এলাকায়। ধৃতদের নাম বাসুদেব সাহা, দিলীপ মণ্ডল, যিশু মণ্ডল ও শেখ লাল্টু। বাসুদেব ও দিলীপ টালিগঞ্জের বাসিন্দা। যিশুর বাড়ি বালিগঞ্জ থানা এলাকায় ও লাল্টু থাকে কসবা থানা এলাকায়। পুলিশ জানায়, ওই দিন রাত ১টা নাগাদ হরিশ পার্কের সামনে থেকে ওই চার যুবককে ধরা হয়। পুলিশের কাছে আগে থেকেই তাদের পরিকল্পনার খবর ছিল। সেই মতো রাতে জড়ো হতেই পুলিশ তাদের ধরে। তাদের কাছ থেকে ছুরি, নাইলনের দড়ি, ব্যাগ ও একটি দোকানের স্কেচ মিলেছে। পুলিশ সূত্রের খবর, স্কেচটি ভবানীপুর থানা এলাকারই একটি সোনার দোকানের। ওই দোকানেই ডাকাতি করার উদ্দেশ্যে অভিযুক্তেরা জড়ো হয়েছিল বলে জানায় পুলিশ। এ দিন তাদের আদালতে তোলা হয়েছে।
|
কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিপুল জয় পেল তৃণমূল। অ্যাসোসিয়েশনের ১৫টি আসনের মধ্যে ৯টিতেই তাঁদের প্রার্থীরা জয়ী হয়েছেন বলে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় শুক্রবার জানিয়েছেন। সভাপতি পদে আইনজীবী প্রণব দত্ত, সম্পাদক পদে রাণা মুখোপাধ্যায় ও সহসভাপতি পদে মানিক ভৌমিক জয়লাভ করেন। মুকুলবাবু জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন।
|
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ পার্ট টু জেনারেল পরীক্ষায় কিছু পরীক্ষার্থীর কেন্দ্র বদল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক ওঙ্কারসাধন অধিকারী শুক্রবার জানান, বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের যে ১৯৯ জন ছাত্রের যোগেশচন্দ্র চৌধুরী কলেজে পরীক্ষার আসন পড়েছিল, তাঁদের পরীক্ষা হবে ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজে। ১ অগস্ট ওই পরীক্ষা শুরু হওয়ার কথা।
|
খাস কলকাতায় চলন্ত বাসে ফের শ্লীলতাহানির অভিযোগ উঠল। অভিযোগ, শুক্রবার বেশি রাতে টালা সেতুর কাছে একটি বাসে এক মহিলার সঙ্গে অভব্য আচরণ করছিলেন এক মদ্যপ সহযাত্রী। পুলিশ জানায়, লোকটি গায়ে হাত দেওয়ায় ওই মহিলা প্রতিবাদ করেন। চিৎপুর থানায় নিয়ে যাওয়া হয় অভিযুক্তকে। |