সঙ্গীতচক্রের নৃত্যোৎসব
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া |
পালিত হল উত্তরপাড়া সঙ্গীতচক্রের বার্ষিক নৃত্যোৎসব। গত ২৯-৩০ জুন উত্তরপাড়া গণভবনে ওই উৎসব হয়। আয়োজকেরা জানান, উৎসবের প্রথম দিন সম্রাট দত্ত ভরতনাট্যম পরিবেশন করেন। মোহিনীআট্টম পরিবেশন করেন আইভি সাহা। এর পরে ছিল নন্দিনী ঘোষালের ওড়িশি এবং আলোকপর্ণা গুহের কত্থকের যৌথ অনুষ্ঠান। দ্বিতীয় দিন ওড়িশি পরিবেশন করেন মায়া ভট্টাচার্য। ছিল অর্কদেব ভট্টাচার্যের ভরতনাট্যম এবং মৃত্তিকা ভট্টাচার্যের ওড়িশি। সব শেষে কত্থক পরিবেশন করেন তবস্মি পাল মজুমদার।
|
নয়া সফটওয়্যার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দৃশ্য এডিট করে সহজে ছবির মানের উন্নতি করার জন্য শহরে নতুন সফটওয়্যার এনেছে একটি এডিটিং সংস্থা। শুক্রবার একটি অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন ফিল্ম এডিটর রবিরঞ্জন মৈত্র। তিনি জানান, এটি ‘অটোডেস্ক স্মোক টেকনোলজি’-র একটি নতুন সংস্করণ। এই সফটওয়্যারটির মাধ্যমে ছবির গুণগত মানের উন্নতি হবে। এটি একটি উন্নত মানের যন্ত্র। এর সাহায্যে ছবির ত্রিমাত্রিক দৃশ্যকেও সহজে ফুটিয়ে তোলা যাবে।
|
দর্শকের ভূমিকায়
মুম্বইয়ে একটি হিন্দি ছবির প্রিমিয়ারে আমির খান। ছবি: এএফপি। |