একটা জায়গায় বসে নিজেদের মধ্যে রাজনৈতিক আলোচনা চলছিল সিপিএম-তৃণমূলের সমর্থকদের মধ্যে। হঠাৎ ওই আলোচনা থেকে বচসা থেকে হাতাহাতি পর্যন্ত গড়ায়। ওই ঝামেলার জেরে এক তৃণমূল সমর্থকের বাড়ির চালায় আগুন লাগানোর অভিযোগ উঠল সিপিএম সমর্থকের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদবাজার থানার সেকেড্ডা গ্রামে। ওই দিন সন্ধ্যায় সিপিএমের মানিক শেখদের সঙ্গে তৃণমূলের মনসুর শেখদের রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা চলছিল। তা থেকেই পরে এই পরিস্থিতি তৈরি হয়। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। ওই রাতেই ফুত্তার শেখের বাড়ির চালা পুড়ে যায়। শুক্রবার সকালে ফুত্তার মানিকের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ করেন। পুলিশ জানায়, মানিকের বিরুদ্ধে মামলা হয়েছে।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর থানা এলাকার তরুলিয়া মোড় ও জয়দেব মোড়ের মাঝামাঝি জায়গায়। মৃতের নাম শেখ রতন মির্ধা (৩০)। বাড়ি ইলামবাজার থানা এলাকার পরাণচক গ্রামে। রাতে দুর্ঘটনায় জখম হন ওই যুবককে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। |