বৃষ্টির জল রাস্তায় জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন রানিগঞ্জের চার নম্বর ওয়ার্ডের রানিসায়ের এলাকার বাসিন্দারা। জল সরানোর দাবিতে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা রানিগঞ্জ পুরসভার বিরুদ্ধে বিক্ষোভ দেখান। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। বিক্ষোভে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতারাও। স্থানীয় তৃণমূল নেতা সাধন সিংহ বলেন, “অল্প বৃষ্টিতেই নর্দমার জল রাস্তায় জমছে। সেই জল পেরিয়েই পড়ুয়াদের বিদ্যালয়ে যেতে হচ্ছে। অসুবিধায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। পুরসভাকে বার বার জানানোর পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।” সমস্যার কথা স্বীকার করে সিপিএম পরিচালিত রানিগঞ্জ পুরসভার পুরপ্রধান অনুপ মিত্র বলেন, “ওই এলাকায় রাস্তা ও নর্দমা নির্মাণের অনেকটাই কাজ হয়ে গিয়েছে। বাকি কাজ জায়গা নিয়ে স্থানীয় বাসিন্দাদের নিজেদের মধ্যে গন্ডগোলের কারণে করা যায়নি। সবাইকে দ্রুত আলোচনার ডেকে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।”
|
নিজেদের বাহিনীর সাব ইন্সপেক্টরকে মারধর করার অভিযোগে গুজরাট পুলিশের সশস্ত্র বাহিনীর দুই কনস্টেবলকে গ্রেফতার করল আসানসোল জিআরপি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে, শুক্রবার দুপুরে। ধৃতদের নাম যশবন্ত চৌধুরী ও অমিত চৌধুরী। তাঁদের বিরুদ্ধে মারধোরের অভিযোগ দায়ের করেছেন গুজরাট পুলিশের সশস্ত্র বাহিনীর সাব ইনস্পেক্টর এম কে পারমার। এই বাহিনীটি হুগলির পান্ডুয়া থেকে ভোটের ডিউটি সেরে ঘরে ফিরছিল। |