ব্যালট পেপার ছেঁড়ায় ক্ষোভ
নিজস্ব প্রতিবেদন |
বৃহস্পতিবার দিনে ভোট গ্রহণ নির্বিঘ্নে মিটলেও রাতে কয়েকটি এলাকা থেকে বিক্ষিপ্তভাবে গোলমালের খবর পৌঁছেছে। কোচবিহার মেখলিগঞ্জের নিজতরফ গ্রাম পঞ্চায়েতের কল্যাণ কুমারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতি বার সন্ধ্যায় সেকেন্ড পোলিং অফিসার পঞ্চায়েত সমিতির ১৫টি ব্যালট পেপার ছিঁড়ে ফেলেন। প্রায় আধঘন্টা বুথে ভোট বন্ধ ছিল। মেখলিগঞ্জের মহকুমাশাসক জ্যোর্তিময় তাঁতি জানান, ওই ভোটকর্মী অসাবধানবশত ব্যালট ছিঁড়ে ফেলেন। পরে ভোটকর্মী বদল করা হয়। পর্যাপ্ত ব্যালট থাকায় সমস্যা হয়নি। রাজারহাটের একটি বুথেও থার্ড পোলিং অফিসার এক প্রার্থীর নাম ও প্রতীকের অংশ বাদ দিয়ে ছিঁড়ে একটি ব্যালট ইস্যু করেন বলে অভিযোগ। তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে পরিবর্ত অফিসার দেওয়া হয়েছে বলে কোচবিহারের মহকুমা শাসক বিকাশ সাহা জানান। রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের দেবেন্দ্রনগর এলাকায় দেরিতে ভোট হওয়ার অভিযোগে লাইন দাঁড়িয়ে থাকা বাসিন্দাদের একাংশের বিরুদ্ধে বুথে হামলা চালানোর অভিযোগ এসেছে। ধীরে ধীরে ভোট হচ্ছে বলে লাইন থেকে চিৎকার শুরু হয়। এর পরে কয়েকজন বুথের ভিতরে ঢুকে ভোট কর্মীদের গালিগালাজ করেন। |
ধর্ষণের চেষ্টার প্রতিবাদে মিছিল
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
স্কুল ছাত্রীকে অটো চালকের ধর্ষণের চেষ্টার ঘটনার প্রতিবাদে আজ, শুক্রবার সন্ধ্যায় মোমবাতি নিয়ে মৌন মিছিল করবে জনচেতনা সমিতি নামের সংগঠন। পানিট্যাঙ্কি মোড় থেকে বিধান রোড, হিলকার্ট রোড, সেবক রোড হয়ে পানিট্যাঙ্কি মোড়ে এসে মিছিল শেষ হবে বলে সংগঠনের তরফে জানান জীতেন্দ্র মিত্তল। জীতেন্দ্রবাবু বলেন, “শুধু ওই ঘটনা নয়। ভবিষ্যতে আর কেউ যাতে এই ধরনের ঘটনা ঘটাতে সাহস না পায়, সে জন্য মিছিলের আয়োজন করেছি।” অটো মালিক ও চালকদের সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানানো হলেও নিজেরা যোগ দেওয়ার ব্যাপারে তাঁরা দ্বিধাগ্রস্ত। |