ফ্ল্যাট একটিই। তার জাল দলিল দেখিয়ে দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া এবং সেই ফ্ল্যাটই এক জনের কাছে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম প্রমোদ মহাজন। পাটুলির ওই বাসিন্দা ২০০৮ সাল থেকে ফ্ল্যাটের জাল দলিল দেখিয়ে দিনের পর দিন প্রতারণা করেছেন বলে অভিযোগ। পুলিশি সূত্রের খবর, প্রমোদ ২০০৮ সালে পাম অ্যাভিনিউয়ের একটি ফ্ল্যাটের দলিল জমা রাখেন পার্ক স্ট্রিট শাখার এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। ওই ব্যাঙ্ক থেকে তিনি ৪৮ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। আট লক্ষা টাকা শোধও করেন। কিন্তু বাকি ৪০ লক্ষ টাকা তিনি শোধ করেননি। উল্টে ওই ফ্ল্যাটের জাল দলিল দেখিয়ে ২০১১ সালের জুনে তিনি এক জনের কাছে ফ্ল্যাটটি বিক্রি করে দেন। সেখানেই থেমে থাকেননি। ফের ওই ফ্ল্যাটের জাল দলিল দেখিয়ে সে-বছরের ডিসেম্বরে কসবা রাজডাঙা এলাকার অন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৬০ লক্ষ টাকা ঋণ নেন তিনি। পুলিশ জানায়, দ্বিতীয় বার ঋণ নেওয়ার সময়েই বাড়ির দলিল দেখে সন্দেহ হয় ব্যাঙ্কের। তারাই কসবা থানায় প্রমোদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ করে। তদন্তে নেমে পুলিশ আগের দু’টি জালিয়াতির কথা জানতে পারে। বুধবার রাতে আলিপুরের হিন্দুস্থান পার্কের একটি গেস্ট হাউসের সামনে প্রমোদকে ধরে। আদালত ৩১ জুলাই পর্যন্ত তাঁকে পুলিশি হাজতে রাখার নির্দেশ দিয়েছে।
|
দক্ষিণেশ্বর মন্দিরের সামনের অংশ যানজট মুক্ত করতে রাজ্য সরকার ৪৩ কোটি টাকার প্রকল্প তৈরি করে কেন্দ্রের অনুমোদনের জন্য পাঠিয়েছে। জেএনএনইউআরএম প্রকল্পে ওই টাকা পাওয়া যাবে। বৃহস্পতিবার মহাকরণে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, মন্দিরের সামনে রাস্তার দু’পাশে যে সব দোকান রয়েছে, কংক্রিটের কাঠামো তৈরি করে সেগুলিকে উপরে তুলে দেওয়া হবে। নীচের রাস্তা দিয়ে গাড়ি চলাচল করবে। রাস্তা থেকে দোকানে যাওয়ার জন্য থাকবে চলমান সিঁড়ি। প্রস্তাবিত দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে মন্দিরে আসার জন্য তৈরি হবে আলাদা একটি চলমান সিঁড়ি। যাতে দর্শনার্থীদের মন্দিরে যেতে কোনও অসুবিধা না হয়। আগামী ১ জানুয়ারি, কল্পতরু উৎসবের দিন প্রকল্পের শিলান্যাস হবে বলে জানান পুরমন্ত্রী। অন্য দিকে, বন্দর এলাকার গার্ডেনরিচে নতুন একটি উড়ালপুল তৈরি করবে রাজ্য সরকার। আড়াই কিলোমিটার দীর্ঘ ওই উড়ালপুল তৈরিতে খরচ হবে আনুমানিক ৩৫০ কোটি টাকা। ফিরহাদ বলেন, “গার্ডেনরিচ থেকে কাটাপুকুর পর্যন্ত এই উড়ালপুল হলে গাড়ি চলাচলের গতি বাড়বে। এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারকে সবিস্তার রিপোর্ট পাঠানো হয়েছে।”
|
দিদি এ বার ঠাকুমা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাতনি হয়েছে বৃহস্পতিবার। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এ দিন সকাল ১১টা ৭ মিনিটে মুখ্যমন্ত্রীর ভাইপো, তৃণমূল যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা একটি কন্যাসন্তানের জন্ম দিলেন। ওজন তিন কেজি চারশো গ্রাম। সুখবরটা মমতা পান মহাকরণে কাজের ব্যস্ততার মধ্যেই। সব কাজ সেরে এ দিন সন্ধ্যার পরে ‘আজানিয়া’কে দেখতে হাসপাতালে যান তিনি। হ্যাঁ, অভিষেকের মেয়ের জন্য এই নামটাই বেছে নেওয়া হয়েছে! নাতনিকে দেখে উচ্ছ্বসিত ‘দিদি-ঠাকুমা’ ঘনিষ্ঠ জনের কাছে বলেছেন, “মনে হচ্ছে, মা ফিরে এসেছে!”
|
নারী নির্যাতন-সহ একের পর এক ঘটে চলা অপরাধ ঠেকাতে রাজ্য সরকারের উপরে চাপ সৃষ্টি করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনই পথ। কলেজ স্ট্রিটের স্টুডেন্টস হলে বৃহস্পতিবার এপিডিআর এবং অন্যান্য গণ সংগঠন আয়োজিত কনভেনশনে এই মতই উঠে এল বিশিষ্ট জন ও মানবাধিকার কর্মীদের একাংশ এবং সুটিয়া, কামদুনি, খোরজুনা, রানিতলা, গেদে, গাইঘাটা, নোনাডাঙার আন্দোলনকারীদের তরফে। ছিলেন তরুণ সান্যল, সমীর আইচ, মীরাতুন নাহার, শাশ্বতী ঘোষ, অম্বিকেশ মহাপাত্র, বালিতে নিহত তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত, সুটিয়ার নিহত প্রতিবাদী যুবক বরুণ বিশ্বাসের বাবা জগদীশ বিশ্বাস, কামদুনির মৌসুমী কয়াল, শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়, খোরজুনার ধর্ষিতা ও নিহত মহিলার স্বামী বৈদ্যনাথ দাস, রানিতলার ধর্ষিতা ও নিহত মহিলার দাদা নজরুল ইসলাম প্রমুখ।
|
বাড়ির পিছনের দিকের জানলা ভেঙে ঘরে ঢুকে চুরি হয়েছে নগদ তিন হাজার টাকা এবং এক ভরি সোনার গয়না। বৃহস্পতিবার দুপুরে, কালীঘাট থানা এলাকার মহিম হালদার স্ট্রিটে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময়ে বাড়িতে কেউ ছিল না।
|
টহল দিতে গিয়ে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার রাতে, বাগুইআটির নারায়ণতলার নজরুল মঞ্চ এলাকায়। মৃতের নাম দেবাশিস ভট্টাচার্য (৪৫)। নকল দাঁতের ব্যবসায়ী দেবাশিসবাবু দমদমের গাঙ্গুলিবাগানের বাসিন্দা। পুলিশ জানায়, তাঁর মাথার পিছনে আঘাত রয়েছে। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানায়, পারিবারিক বিবাদ বা ব্যবসায়িক শক্রতায় এই ঘটনা কি না দেখা হচ্ছে। |