ডেনমার্কের বং-উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রবাসে গিয়ে বাঙালিয়ানা বজায় রাখার ষোল আনা ইচ্ছে নিয়েই এ বছরের গোড়ায় কোপেনহাগেনে জন্ম নিয়েছে ‘বেঙ্গলিজ ইন ডেনমার্ক’। তাদের উদ্যোগেই এ বার ডেনমার্কে আয়োজিত হবে দুর্গাপুজো। মোহনবাঁশি রুদ্রপাল ও প্রদীপ রুদ্রপালের তৈরি প্রতিমা পৌঁছেও যাচ্ছে কোপেনহাগেনে। আয়োজকদের দাবি, এই প্রথম মা দুর্গা আসছেন ডেনমার্কে। শুধু এখানকার বাঙালিরা নয় সুইডেনের বাঙালিরাও অংশ নেবে এই পুজোয়। বাংলার শিকড়ের টান থেকে বাঙালিদের এই সংগঠনটি সম্প্রতি তৈরি হলেও, কলকাতার সঙ্গে ডেনমার্কের সম্পর্ক কিন্তু বেশ কয়েক বছরের পুরনো। এখানকার একটি স্বেচ্ছাসেবী সংস্থা কলকাতার পথশিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে অনেক দিন ধরে। শুধু দুর্গাপুজোই নয়, ‘বেঙ্গলিজ ইন ডেনমার্ক’ সেই সংস্থার সঙ্গে যৌথ ভাবে আগামী মাসের শেষে কোপেনহাগেনে একটি অনুষ্ঠানের আয়োজন করছে। উদ্দেশ্য, পথশিশু-সহ শহরের বস্তিবাসী শিশুরাও যাতে স্কুলে যেতে পারে, সে জন্য তহবিল গড়ে তোলা।
|
ভোট-ময়দানে অ্যাসাঞ্জ
সংবাদসংস্থা • সিডনি |
রাজনৈতিক দল গড়লেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। বৃহস্পতিবার লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে এই কথা জানিয়েছেন তিনি। চলতি বছরেই অস্ট্রেলিয়ার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে অ্যাসাঞ্জের উইকিলিকস পার্টি। অ্যাসাঞ্জ জানিয়েছেন, সেনেটের উচ্চকক্ষের সাতটি আসনে প্রার্থী দেবে তাঁর দল। কর সংস্কার, রাজনৈতিক আশ্রয়প্রার্থী-সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রচার করবে তারা।
|
গ্রেফতার আট
সংবাদসংস্থা • লন্ডন |
ব্রিটেনের নাগরিকত্ব পাওয়ার লোভে লন্ডনের মেয়েকে বিয়ে করে গ্রেফতার হলেন আট জন। ব্রিটেনের হোম এনফোর্সমেন্টের এক সদস্য দল জানিয়েছে, ওই আট জনই ভারত এবং পাকিস্তানের নাগরিক। তাঁদের গড় বয়স ২৭ থেকে ৪০ বছরের মধ্যে। তবে এখনও পর্যন্ত কারও পরিচয় প্রকাশ করা হয়নি।
|
জঙ্গি হানায় হত ১৪
সংবাদসংস্থা • বাগদাদ |
একটি লরির কনভয়ে জঙ্গিরা হামলা চালানোয় নিহত হলেন ১৪ জন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ইরাকের সারহা গ্রামের কাছে। প্রথমে জঙ্গিরা একটি সেনা ছাউনির কাছে মর্টার ছোড়ে। নিরপত্তারক্ষীরা তা নিয়ে ব্যস্ত হয়ে পড়লে লরির কনভয় লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়।
|
বন্ধ বিমান সরবরাহ
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চারটি এফ-১৬ যুদ্ধ বিমান এখনই মিশর সরকারের হাতে তুলে দিতে চাইছেন না। মিশরের বর্তমান রাজনৈতিক অবস্থা মাথায় রেখেই তাঁর এই সিদ্ধান্ত। তবে অনান্য যে সমস্ত সাহায্য ওবামা সরকার মিশরকে করছিল তা এখনই বন্ধ করা হচ্ছে না।
|