তিন সপ্তাহ অন্তর ওয়্যাক্স- পেডিকিয়োর করাই। তাতে পায়ের মরা কোষগুলো উঠে আসে। নিয়মিত পায়ে লাগাই অ্যারোমা অয়েল। আগে পায়ে শিমার লাগানোর চল ছিল। এখন বডি শপে বিশেষ ধরনের শিমার পাওয়া যায়। শর্ট ড্রেস পরলে এতে সৌন্দর্য বাড়ে। পা পরিষ্কার রাখার জন্য নিয়মিত ফুটস্ক্রাব করি।
স্বস্তিকা মুখোপাধ্যায়
রাতে সাবান দেওয়া গরম জলে পা ধুয়ে
ফুট ক্রিম লাগাই। স্নানের পর, আর রাতে শুতে যাওয়ার আগে হাল্কা ধরনের ময়শ্চারাইজার মাখি। বেসন আর টক দইয়ের প্যাক বানিয়ে পায়ের গোছ থেকে পাতা পর্যন্ত প্রলেপ দিই। ধুয়ে ফেললে পা একেবারে ঝকঝকে মাধবীলতা অমৃতা মিত্র
স্নানের সময় বিশেষ ধরনের সাবান লাগিয়ে স্ক্রাব করি। বাজারে খোঁজ নিলে জানতে পারবেন, পায়ের
পরিচ্ছন্নতার
জন্য
বিশেষ সাবান পাওয়া যায়। এই ভাবে পা পরিষ্কার করলে পরদায় খুব ‘ইমপ্রেসিভ’ দেখায়।
পেডিকিয়োর
দু’মাস
অন্তর করালেও একটানা নেলপালিশ লাগিয়ে রাখি না। পায়ের রং উজ্জ্বল ও গড়ন
টোনড রাখার
জন্য জিমইন্সট্রাকটরের কথামতো নিয়মিত ব্যায়াম করি। তনুশ্রী চক্রবর্তী
পরামর্শ: সম্ভব হলে করুন রোয়িং। আর আপনি যদি ঘরে থাকেন, তা হলে স্টেপ-আপ, এক পায়ে স্কোয়াট, ডেডলিফ্ট, হ্যামস্ট্রিং কার্ল-এর মতো স্ট্রেংথ ট্রেনিংও সপ্তাহে তিন-চার দিন করতে পারেন। আপনার গ্ল্যামারাস, স্টার-সুলভ পা পাওয়া আর আটকায় কে! চিন্ময় রায় (ফিটনেস বিশেষজ্ঞ)
আনাচে কানাচে
ফুচকা ব্রেক: অফিসে কাজের
ফাঁকে জিৎ ছবি: ইন্দ্রনীল রায়
পরম্পরা: মেয়ে ধানসিঁড়িকে গান শেখাচ্ছেন নচিকেতা
চক্রবর্তী।
তাঁর
ওপর তৈরি তথ্যচিত্রে ছবি: কৌশিক সরকার
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.