|
ক্যাম্পাস থেকে আজ পঞ্চায়েত ভোট। গাঁ-গঞ্জের ছাত্র-যুবরা ঠিক কী ভাবে দেখছে এই নির্বাচন? ভবিষ্যতে তারা নিজেরা কি প্রার্থী হতে চান? ক্যাম্পাসে রাজনীতি নিয়েই বা ছাত্রদের কী মত? তারই খোঁজ
|
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে গৌর আচার্য। |
এবার প্রথম ভোট দেব। বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকেরা গোলমাল দেখে মনে হচ্ছে, ভোটে জেতার পর উন্নয়ন ছাড়া প্রার্থীদের অন্য কোনও স্বার্থ থাকতে পারে।
বিশ্বজিৎ বিশ্বাস, প্রথম বর্ষ
|
ভোটের সময় প্রতিশ্রুতি বন্যা হয়। পরে কিছু হয় না। ভোট দিয়ে কোনও লাভ হবে না। এলাকায় রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা থেকেই যাবে। তবে ভোট দেব।
সঞ্জিত তাঁতিয়া, দ্বিতীয় বর্ষ |
উন্নয়নে আগ্রহী সৎ মানুষদেরই নির্বাচনে প্রার্থী হওয়া উচিত। ভোটে জেতার স্বার্থে সব দলই উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছে। দেখেবুঝে যোগ্য প্রার্থীকেই ভোট দেব।
সোনাই দেবনাথ, দ্বিতীয় বর্ষ |
গ্রামেগঞ্জে, শহরে ও কলেজে রাজনৈতিক হিংসা বন্ধ হওয়া দরকার। দ্বিতীয়বার ভোট দিতে চলেছি। জানি না এই ভোট উন্নয়নের কাজে লাগবে কী না?
পূর্ণিমা বর্মন, দ্বিতীয় বর্ষ |
দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর কলেজে অনুপরতন মোহান্ত। |
পঞ্চায়েত ভোট আগে হওয়া উচিত ছিল। কলেজে রাজনীতির সঙ্গে যুক্ত তাই উন্নয়ন ও পরিষেবা পৌঁছে দিতে ভবিষ্যতে আমাদেরকে দায়িত্ব নিতে হবে।
আশু সরকার, দ্বিতীয় বর্ষ |
ভোটের নামে হানাহানি এক দম পছন্দ নয়। এতে সম্পর্কের অবনতি হয়। পরিচিতের সঙ্গে দূরত্ব বাড়ে। সুযোগ পেলে কলেজ ভোটে প্রার্থী হতে কোনও অসুবিধা নেই।
সুচিত্রা বর্মন, দ্বিতীয় বর্ষ |
কোনও ভোটেই অশান্তি কাম্য নয়। উন্নয়ন উদ্দেশ্য হলে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে দু’পক্ষকে ভোটে লড়াইয়ে নামা উচিত।
লিটন সরকার, দ্বিতীয় বর্ষ |
কোনও ভোটেই অশান্তি কাম্য নয়। উন্নয়ন উদ্দেশ্য হলে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে দু’পক্ষকে ভোটে লড়াইয়ে নামা উচিত।
লিটন সরকার, দ্বিতীয় বর্ষ |
কোচবিহারের দেওয়ানহাট কলেজে অরিন্দম সাহা। |
অনেক জায়গায় দেখি রাজনৈতিক নেতা-নেত্রীরা একে অপরের শত্রু। এমনকী অনেকে কথা পর্যন্ত বলেন না। এই পরিস্থিতির পরিবর্তন চাই।
ঋতুকা বর্মন, প্রথম বর্ষ |
অনেক স্বার্থবাদী, দুষ্কৃতীদের রাজনীতিতে দেখি। আবার ভাল মানুষও রয়েছেন। আমি চাই ভাল মানুষরাই রাজনীতিতে থাকুন। তাহলে, সকলের আগ্রহ বাড়বে।
সাহানা পরভিন, প্রথম বর্ষ |
রাজনীতি হবে আর্দশের লড়াই। সেখানে খুনোখুনি কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যে একটা সুন্দর পরিবেশ তৈরি করবেন বলে বিশ্বাস করি।
অভিজিৎ কার্জি, দ্বিতীয় বর্ষ |
রাজনীতিতে অনেককে দেখি অসৎ, দুর্নীতিগ্রস্ত। এদের বিরুদ্ধে সবাইকে এক হয়ে লড়তে হবে। এবারের নির্বাচনে সৎ প্রার্থীরাই জয়ী হবেন বলে আশা করছি।
গৌতম মিত্র, তৃতীয় বর্ষ |