প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও জ্বরের প্রকোপ কমছে না দীর্ঘনালা গ্রামে। টাইফয়েড, ম্যালেরিয়া এমনকী ডেঙ্গির প্রকোপ আছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, অন্ডাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ওই গ্রামে শিবির খুললেও সমস্যা মিটছে না। প্রতিকারের দাবিতে বুধবার বিডিও কার্যালয়ে বিক্ষোভ দেখান তাঁরা। কিন্তু কোনও লাভ না হওয়ায় দীর্ঘনালা গ্রামে অন্ডাল-মাধাইগঞ্জ রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। প্রায় তিন ঘন্টা অবরোধে শ’য়ে শ’য়ে গাড়ি দাঁড়িয়ে পড়ে। নাকাল হন নিত্য যাত্রীরা। পরে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (পূর্ব) এস সিলভা মুরুগান ঘটনাস্থলে এসে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়। |
বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় ডিভিসির বর্জ্য পড়ে থাকে। কখনও অ্যাসিড বৃষ্টি হয়। তার উপর বর্ষায় সিঙ্গারণ নদীর জল আবর্জনায় ভরে উঠছে। গ্রামের ভেতরের নালা, নদীগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিভিন্ন রোগের প্রকোপ দেখা দিয়েছে বলেও তাঁদের অভিযোগ। তাঁরা জানান, দু’মাসে প্রায় চারশো জন জ্বরের শিকার হয়েছেন। কিন্তু কী কারণে জ্বর সংক্রমিত হচ্ছে সে বিষয়ে স্বাস্থ্য দফতর নিশ্চিত ভাবে কিছু জানাতে পারছে না। তাই এ দিন তাঁরা বাধ্য হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। তবে ব্লক স্বাস্থ্য দফতর জানিয়েছে, আতঙ্কের কিছু নেই। গ্রামে মূলত ভাইরাল ফিভারের প্রকোপ দেখা দিয়েছে। শীঘ্রই কেটে যাবে। |