ছেলেকে না পেয়ে মাকে গুলি দুষ্কৃতীর
ছর আটেকের এক শিশুর সামনে তার ঠাকুমাকে গুলি করে খুন করল একদল দুষ্কৃতী। গুলিতে নিহত অঞ্জু সিংহের (৪৭) বাড়ি কৃষ্ণনগর স্টেশন সংলগ্ন ঘোড়াপট্টি-অজ্ঞনাপাড়া এলাকায়। মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা বোমা ফাটাতে ফাটাতে অঞ্জুদেবীর বাড়িতে চড়াও হয়। খোঁজ করে তাঁর ছেলে বাপ্পা সিংহের। বাপ্পাকে না পেয়ে অঞ্জুদেবীকে গুলি করে দুর্বৃত্তেরা। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। জেলার পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “এর সঙ্গে রাজনীতির যোগ নেই। সমাজবিরোধীদের নিজেদের মধ্যে গণ্ডগোলের জেরেই ছেলেকে না পেয়ে মা-কে খুন করেছে দুষ্কৃতীরা।”
কৃষ্ণনগর স্টেশন চত্বরের বেলেডাঙার ফুলের বাজারের ও গরুর হাটের তোলা আদায়ের ভাগ বাটোয়ারা নিয়ে স্থানীয় সমাজবিরোধীদের মধ্যে বিবাদ বহু পুরনো। পুলিশ জানায়, ওই বিবাদে বাপ্পাও জড়িত। তার নামে খুন ও বেআইনি অস্ত্র রাখার অভিযোগ রয়েছে। সে জামিনে মুক্ত। বাপ্পার সঙ্গে তোলার বিলিবন্টন নিয়ে এলাকার কয়েকজন দুষ্কৃতীর সঙ্গে মনোমালিন্য চলছিল। পঞ্চায়েত ভোট নিয়েও দুষ্কৃতীদের মধ্যে ঝামেলা হয়। বাপ্পার বক্তব্য, “ভোটের দিন ওরা পাড়ায় ঢুকে অত্যাচার করতে শুরু করে। ফোনে ওদের ঝামেলা পাকাতে বারণ করি। আর তাতেই আমার উপর রাগ।” বাপ্পার দাবি, সেই প্রতিশোধ নিতেই এ দিন দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালায়। সে ছিল বাড়ির বাইরে। অঞ্জুদেবী ঘরের সামনে বাসন মাজছিলেন। পাশেই বসেছিল নাতি সৌভিক সিংহ। ছেলেকে না পেয়ে ওই মহিলাকে গুলি করে দুষ্কৃতীরা। ঠাকুমার রক্তাক্ত দেহ দেখে একরত্তি সৌভিক ভয়ে লুকিয়ে পড়ে চৌকির ভিতর। বুধবার সকালেও তার চোখেমুখে আতঙ্কের রেশ কাটেনি। দু’হাত দিয়ে মাকে জাপটে ধরে ভয়ার্ত গলায় সৌভিক বলে, “ঠাকুমাকে মারার পর ওরা ঘরে ঢুকে চৌকির তলা থেকে শুরু করে সর্বত্র টর্চের আলোয় বাবাকে খুঁজতে থাকে।” মৃতার স্বামী রাজেন্দ্র সিংহ বলেন, “স্ত্রীকে খুন করার পর বাড়ির চৌহদ্দিময় ছেলেকে খোঁজে। দলটিতে জনা কুড়িজন ছিল।”
এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য এসএম সাদি বলেন, “মুখ্যমন্ত্রীর মন্তব্যে তাঁর দলের সমাজবিরোধীরা উৎসাহিত হচ্ছে। মাঝেপড়ে এক নিরীহ মহিলার প্রাণ গেল।” জেলা কংগ্রেসের সহ সভাপতি অসীম সাহা বলেন, “তৃণমূল সমর্থিত সমাজবিরোধীদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। পুলিশের মদতে শহর দাপাচ্ছে দুষ্কৃতীরা।” জেলা তৃণমূলের সভাপতি গৌরীশঙ্কর দত্ত বলেন, “এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। আমরা চাই অভিযুক্তরা সাজা পাক।” ওই ঘটনার চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তবে এখনও অবধি অধরা অভিযুক্তরা।

চাকদহে পুনর্নির্বাচন
আজ রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে নদিয়া জেলার চাকদহ ব্লকের ২০৮/১ বুথের পুনর্নির্বাচন হবে। ভোট নেওয়া হবে বসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ে। করিমপুর-২ ব্লকের ৯৪ নম্বর বুথের পুনর্নির্বাচন হবে তিয়ারপুর প্রাথমিক বিদ্যালয়ে।

দেহ উদ্ধার
বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার দুপুরে ভরতপুরের গড্ডা পঞ্চায়েতের চাঁচোয়া গ্রাম সংলগ্ন ময়ূরাক্ষী নদীর ধার থেকে পুলিশ দেহটি উদ্ধার করে। পুলিশের ধারনা, দিন দুয়েক আগে ওই যুবকের মৃত্যু হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.