|
|
|
|
টুকরো খবর |
শহর ভরেছে পার্থেনিয়ামে |
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
বাড়ির উঠোন থেকে রাস্তার ধার, সরকারি অফিস চত্বর থেকে বাচ্চাদের খেলার মাঠ-- বাঁকুড়া শহরের ইতিউতি গজিয়ে উঠেছে বিষাক্ত পার্থেনিয়াম গাছ। বাদ নেই ছোটদের খেলার পার্কও। অথচ হুঁশ নেই পুরকর্তৃপক্ষের। এমনই অভিযোগ বাঁকুড়া পুরবাসীর। ফলে ক্ষোভ ছড়িয়েছে শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের মধ্যে। তাঁদের দাবি, শ্বাসকষ্টের অন্যতম কারণ পার্থেনিয়াম গাছ নিধন করুক পুরকর্তৃপক্ষ। বাঁকুড়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ দেবব্রত সর্বপল্লির কথায়, “পার্থেনিয়াম মুক্ত শহর হয়তো সম্ভব নয়। কারণ এই গাছ খুব দ্রুত গজিয়ে ওঠে ও বৃদ্ধি পায়। তাই নিয়মিত সাফাই অভিযান চালিয়ে গেলে পার্থেনিয়ামের বৃদ্ধি অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়।” বাঁকুড়ার পুরপ্রধান শম্পা দরিপার আশ্বাস, “আমরা খুব দ্রুত পার্থেনিয়াম সাফাই অভিযান শুরু করব। সে পরিকল্পনাও নেওয়া হয়ে গিয়েছে।” বাসিন্দারা অবশ্য দাবি করেছেন, না আঁচিয়ে বিশ্বাস করা যাচ্ছে না।
|
|
দুর্গাপুরে শিল্পও দূষণ ছড়ায়, অজস্র ভারী এবং হাল্কা গাড়িও।
বি সি রায় রোডে যেমন কালো ধোঁয়া উড়িয়ে চলেছে এই ট্রাকটি। |
|
|
|
|
|
|