ভর্তির দাবিতে অবস্থান-বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
এখনও পর্যন্ত ৭২১ জন কলা বিভাগে ভর্তি হতে পেরেছে। আরও ৬৪৫ জন ছাত্রছাত্রী হন্যে হয়ে ঘুরছে। তাদের ভর্তি নেওয়ার দাবিতে সরব হল ছাত্র পরিষদ। সমস্যাটি সাঁইথিয়া অভেদানন্দ কলেজে। সংগঠনের জেলা সভাপতি সুরঞ্জন চট্টোপাধ্যায় জানান, প্রতি বছরই ভর্তি নিয়ে সমস্যা হয়। গত বছরও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হস্তক্ষেপে ভর্তির সমস্যা মেটে। ভর্তি নেওয়া হয় ১৩০০ মতো ছাত্রছাত্রীকে। তিনি বলেন, “ভর্তি হতে না পারা ৬৪৫ জনই এলাকার ছেলেমেয়ে। ভর্তি নিয়ে বুধবার দুপুরে টিচার্স কাউন্সিলের বৈঠক হয়। ওই ৬৪৫ জনের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে বৈঠক শেষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন প্রামাণিক জানিয়ে দেন।” এর পরেই ছাত্রছাত্রীরা প্রায় ২ ঘণ্টা ধরে টিচার্স রুমের ভিতরে অবস্থান-বিক্ষোভ করেন। অবশ্য তপনবাবুর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
|
চোরাই গাড়ি উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
ধৃতদের জেরা করে বুধবার আরও একটি গাড়ির সন্ধান পেল দুবরাজপুর থানার পুলিশ। সাতকেন্দুরীর এক পরিত্যক্ত গ্যারাজ থেকে ওই গাড়িটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি। প্রঙ্গগত, গত শুক্রবার গাড়ি চুরির কারবারে যুক্ত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতদের মধ্যে জয় সরকার, বীরেন বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দুবরাজপুরে। সৈয়দ জাহাঙ্গীর নামে অপর জনের বাড়ি ইলামবাজার থানা এলাকায়। গ্রেফতারের পরেই বীরেনের বাড়ি থেকে একটি গাড়ির সন্ধান পাওয়ার পরেই সকলের নয় দিনের পুলিশ হেফাজত চেয়ে গত শনিবার দুবরাজপুর আদালতে হাজির করানো হয়েছে তাদের। বিচারক তা মঞ্জুর করেন। পুলিশের দাবি ধৃতদের জেরা করে গাড়ি চুরির বিষয়ে আরও তথ্য মিলতে পারে। |