স্কুলের স্বাস্থ্য কর্মশালার ওষুধ খেয়ে অসুস্থ ১০০ |
ওষুধ খেয়ে অসুস্থ প্রায় শতাধিক স্কুল পড়ুয়া। তাঁরা এখন গুড়গাঁওয়ের সরকারি হাসপাতালে চিকিত্সাধীন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সেকেন্দরপুর, পতৌদি ও সোহনা ব্লকে। হাসপাতাল সূত্রে খবর, গতকাল এই তিনটি ব্লকের সরকারি স্কুলগুলিতে হরিয়ানার স্বাস্থ্য দফতরের উদ্যোগে রক্তাল্পতা রোধে এক কর্মশালায় পড়ুয়াদের আয়রন ট্যাবলেট দেওয়া হয়। আর এই আয়রন ট্যাবলেট খাবার পরেই অসুস্থ হয়ে পড়ে প্রায় শতাধিক স্কুল পড়ুয়া। এর পরেই তাঁদের নিয়ে যাওয়া হয় গুড়গাঁওয়ের সরকারি হাসপাতালে।
|
রাস্তা মেরামতির দাবি নিয়ে দীর্ঘক্ষণ পথ অবরোধ করলেন লিলুয়ার অভয় গুহ রোডের বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাবে ধুঁকছে লিলুয়ার অভয় গুহ রোড এবং সংলগ্ন জিটি রোড। ব্যাস্ত এই দুই রাস্তায় নিত্যদিনের দুর্ভোগে বাধ্য হয়ে আজ পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধে সামিল হন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লও। প্রায় আড়াই ঘণ্টার অবরোধের পর পুলিশি হস্তক্ষেপে রাস্তা অবরোধ মুক্ত হয়। |