টুকরো খবর
মিড ডে মিলের খাবারে পচা ডিম
মিড ডে মিল নিয়ে গাফিলতির একের পর এক নজির সামনে এসে চলেছে। সোমবার তামিলনাড়ুর ভেলোর জেলার আম্বুরের এক মিড ডে মিল কেন্দ্র থেকে প্রায় ৮০টি পচা ডিম মিলেছে। সরেজমিনে খাবারের মান খতিয়ে দেখতে যে সরকারি অফিসারেরা এসেছিলেন, তাঁদেরই চোখে পড়ে পচা ডিমগুলি। অন্তত তিনটি কেন্দ্রে ওই ডিম সরবরাহ করার কথা ছিল। যে বেসরকারি সরবরাহকারী ওই ডিমগুলি পাঠিয়েছিলেন তাঁকে ইতিমধ্যেই প্রায় ১৫০০০ ডিম পাল্টে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে দুই সরকারি আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। অন্য দিকে, মিড ডে মিল প্রকল্প নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করতে শুরু করেছে গোয়া সরকার। আপাতত সরকারি পর্যায়ে ঠিক করা হয়েছে, প্রতিদিন যে সব জায়গায় মিড ডে মিলের খাবার রান্না করা হয়, সেখানে উপযুক্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা থাকছে কি না খুঁটিয়ে দেখা হবে।

রোগীর হেনস্থা

হতাশ মহিলারা। ছবি: মোহন দাস।
বিনা নোটিসে সোমবার আরামবাগ মহকুমা হাসপাতালের প্রসূতি বহির্বিভাগ দুপুর পর্যন্ত বন্ধ রইল। কোনও চিকিত্‌সকই ছিলেন না। দূরদূরান্ত থেকে আসা রোগীরা ক্ষোভে ফেটে পড়েন। কিছু রোগিনী বহির্বিভাগের সামনে বসে পড়েন। অনেকে ফিরে যান। অবশেষে দুপুর সাড়ে ১২টা নাগাদ এক প্রসূতি চিকিত্‌সককে পাঠানো হয়। সুপার নির্মাল্য রায় বলেন, “আমি আরামবাগ আদালতে থাকায় ব্যবস্থাপনায় দেরি হয়েছে। সংশ্লিষ্ট চিকিত্‌সকের একটি জরুরি সিজার থাকায় তিনি সময়ে বহির্বিভাগে পৌঁছতে পারেননি।”

মিড-ডে মিলের ডালে ফের পোকা

মিড ডে মিলের খিচুড়ির ডালে পোকা পাওয়ার অভিযোগ উঠল জামুড়িয়ার মদনতোড় মুসলিমপাড়া অঙ্গলওয়াড়ি কেন্দ্রে। সোমবার সকালে মিড ডে মিলের রান্না হওয়ার পরেই অভিভাবকেরা খিচুরির ডালে পোকা থাকার অভিযোগ করেন। মিড ডে মিল বিলি বন্ধ রাখা হয়। ঘটনাস্থলে আসেন জামুড়িয়া অঙ্গনওয়াড়ির সিডিপিও সনৎ বাগ। তিনি এসে পরিস্থিতি সামাল দেন। ওই কেন্দ্রের কর্মী ভারতী তিওয়ারি জানান, পোকা লাগা ডাল আসছে। বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি। তবে সিডিপিও জানান, মজুত ডাল পাল্টে দেওয়া হয়েছে। তবে ডালে পোকা লাগেনি। ডালে এক রকম পাউডার থাকে। তাই তা কোনও কারণে কালো হয়ে গিয়েছে। ওটা জল দিয়ে ধুলেই সমস্যা হত না। কিন্তু তা না হওয়াতেই ভুল ধারণা হয়েছে।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়িতে পোকা

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক ছাত্রীর খিচুড়িতে পোকা এবং আলুর খোসা পাওয়া গিয়েছে বলে অভিযোগ। সোমবার মন্তেশ্বর ব্লকের মাঝেরগ্রাম এলাকার ২৯৯ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। এই ঘটনার পর এলাকার কয়েক জন বাসিন্দা পঞ্চায়েতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের দাবি, এরকম অস্বাস্থ্যকর খাবার খেয়ে যে কোনও সময় শিশুরা অসুস্থ হতে পারে। অভিযোগ পাওয়ার পরই ওই পঞ্চায়েতের নির্বাহী আধিকারিক মন্তেশ্বরের বিডিও প্রদীপকুমার বারুইকে বিষয়টি জানান। পঞ্চায়েত সূত্রে খবর, বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে বিডিও আশ্বাস দিয়েছেন।

ক্ষুব্ধ আদালত

দোকানে তামাকের বিজ্ঞাপন-বিধি কার্যকর না হওয়ায় সুপ্রিম কোর্টের সমালোচনার মুখে কেন্দ্র। রোজ ক্যানসারে মৃত্যু হলেও কেন্দ্র তামাকজাত পণ্য উৎপাদনকারীদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে বলেও মন্তব্য করেছে বিচারপতি জি এস সিঙ্ঘভির নেতৃত্বাধীন বেঞ্চ। দোকানে নির্দিষ্ট আকারের বিজ্ঞাপন দেওয়ার বিধি তৈরি করেছিল কেন্দ্র। পাশাপাশি তামাকের ক্ষতিকর দিক নিয়ে বড় আকারে সতর্কবাণী দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু, ওই বিধিতে স্থগিতাদেশ দেয় বম্বে হাইকোর্ট। সেই স্থগিতাদেশই সোমবার খারিজ করে দিল শীর্ষ আদালত।

স্বাস্থ্য শিবির

বিনামূল্য প্রায় হাজার মানুষের স্বাস্থ্য পরীক্ষা হল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বর্ধমান শাখার উদ্যোগে। শনিবার বর্ধমানের একটি মাল্টিস্পেশালিটি হাসপাতালের সাহায্যে চোখ কান পরীক্ষা করা হয়। অন্যান্য রোগেরও পরীক্ষা করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.