টুকরো খবর |
বন্যা রোধের আশ্বাস মন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
ভরা বর্ষায় উত্তরবঙ্গের বানভাসি মানুষের দুর্দশা ঘোচানোর জন্য তাঁরা কী পদক্ষেপ করেছেন, সেই বিবরণ দিয়ে মানুষের মন জয়ের চেষ্টা করলেন রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকালে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের শিলতোর্সা নদীর পাশে পলাশবাড়ি গ্রামে জনসভায় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে তিনি তাঁর দফতরের কাজের বিশদ বিবরণ দেন। তিনি বলেন, “বাম আমলে ফি বছর বন্যা হয়েছে। বর্ষার সময়ে বন্যা নিয়ন্ত্রণের কাজ হয়েছে। প্রচুর টাকা নয়ছয়ের অভিযোগ ফি বছরই উঠেছে।” |
|
পলাশবাড়িতে সভায় সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।—নিজস্ব চিত্র |
এর পরেই তাঁর দাবি, রাজ্যের তৃণমূল ক্ষমতাসীন হওয়ার পরে বর্ষায় বাঁধ মেরামতের কাজ করানো বন্ধ করা হয়েছে। সে জন্য গত দু’বছরে বন্যপ্রবণ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষের মুখে কিছুটা হলেও হাসি ফিরেছে বলেও তিনি দাবি করেন। রাজীববাবু বলেন, “আমাদের সরকার লোক দেকানো কাজ করে টাকা নয়ছয় করে না। আগে এ সব হতো। আমরা কমিটি তৈরি করেছি। কোথায়, কী ধরনের কাজ, কোন সময়ে করা দরকার সেটা কমিটি ঠিক করে। এর পরেই কাজ হয়। সে জন্য মানুষের দুর্দশা কমেছে।”এদিন সভায় জল সম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র দাবি করেন, গোটা রাজ্যে ব্যাপক হারে পুকুর খুঁড়ে মাছ চাষের জন্য উৎসাহিত করা হচ্ছে। সৌমেন বাবুর কথায়, “উত্তরবঙ্গে ক্ষুদ্র সেচের প্রয়োজন রয়েছে। ইতিমধ্যে উত্তরবঙ্গে প্রচুর সংখ্যক কৃষি জমি ক্ষুদ্র সেচের আওতায় আনা হয়েছে।”
|
মোটরবাইক থেকে ফের হার ছিনতাই
নিজস্ব সংবাদদদাতা • শিলিগুড়ি |
ফের হার ছিনতাইয়ের অভিযোগ উঠল খালপাড়া এলাকায়। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির খালপাড়ার অগ্রসেন রোডে। স্থানীয় মীনাদেবী ডালমিয়ার একটি ২৭ গ্রামের সোনার হার ছিনিয়ে নিয়ে পালায় ২ বাইক আরোহী বলে সোমবার বিকেলে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন মীনাদেবীর স্বামী দীনেশ ডালমিয়া। পুলিশ সূত্রের খবর, রবিবার বিকেলে বাজারে বেরিয়েছিলেন মীনাদেবী। ফেরার পথে বাড়ির কাছেই দুজন বাইক আরোহী তাঁর গা ঘেঁষে বাইকটির গতি কমিয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই তাঁর গলার হারটি ছিনিয়ে নিয়ে পালায় ওই দুজন বলে অভিযোগ। একজনের মাথা হেলমেটে ঢাকা থাকলেও পিছনের ব্যাক্তির মাথায় ঢাকা ছিল না। পিছনের ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর বলে অভিযোগকারিণী জানিয়েছেন। পুলিশ সূত্রের খবর পঞ্চায়েত নির্বাচনের কারণে পুলিশ কম থাকায় দৈনিক টহল ব্যাহত হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে। জমজমাট এলাকায় শহরের মাঝখানে একই জায়গায় বারবার একই ঘটনা ঘটায় ক্ষুব্ধ এলাকাবাসী। এলাকার সিপিএম জোনাল সম্পাদক সঞ্জয় টিব্রুয়াল অভিযোগ করেন, “এই এলাকায় গত ৬ মাসে পর পর চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।” এলাকায় নিরাপত্তার দাবিতে তাঁরা শিলিগুড়ির পুলিশ কমিশনারের কাছে যাবেন বলেও জানান তিনি। এর আগেও তাঁরা নিরাপত্তার দাবি জানিয়ে দরবার করেছিলেন এডিসিপির কাছে। কিন্তু ফল হয়নি বলে জানান সঞ্জয়বাবু।
|
উপনগরী তৈরিতে দুর্নীতির অভিযোগ
নিজস্ব সংবাদাদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়িতে চাঁদমণি চা বাগানের জায়গায় উত্তরায়ণ উপনগরী তৈরির সময় অনেক কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করলেন তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য চেয়ারম্যান ইদ্রিশ আলি। সোমবার শিলিগুড়িতে এক সাংবাদিক সম্মেলনে ওই অভিযোগ করেন তিনি। রাজ্যের সরকার বদলের পরে এসজেডিএর চেয়ারম্যান হন শিলিগুড়ির তৃণমূল বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য। পরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী চেয়ারম্যান পদে আসীন হয়েছেন। তাঁরা কেউ চেয়ারম্যান হওয়ার পরে উত্তরায়ণ উপনগরীর ব্যাপারে প্রাক্তন পুরমন্ত্রীর বূমিকা নিয়ে কোনও তদন্ত শুরু করাননি কেন? জবাবে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য চেয়ারম্যান বলেন, “গৌতমবাবু করেননি কেন, আমি জানি না। বিষয়টি আমার নজরে এসেছে। তাই আমিই দাবি জানাচ্ছি। আমি গৌতমবাবুর সঙ্গে এ বিষয়ে কথা বলব।” ওই অভিযোগকে আমল দিতে চাননি প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। তাঁর পাল্টা অভিযোগ, ‘‘যাঁর নিজের দলেই কোনও স্থান নেই, তাঁর বক্তব্যের প্রতিক্রিয়া হয় না। তৃণমূলের নেতাদের বিরুদ্ধে যে মামলা রয়েছে তাতে মনসংযোগ করুন তাঁরা।”
|
নদী পেরিয়ে ভোট, ব্যবস্থা নিতে আর্জি
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
নদীর জল বাড়লে ভোট কেন্দ্রে যেতে সমস্যায় পড়ায় আশঙ্কায় কালচিনির কয়েকটি বুথের ভোটারেরা। ভোট কর্মীদের নদী পার করার জন্য ব্লক প্রশাসন ব্যবস্থা নিলেও ভোটারদের নদী পার করার জন্য ব্যবস্থাই নেওয়া হয়নি বলে অভিযোগ। বাসিন্দারা জানান, কালচিনির পানা, গাঙ্গুটিয়া ও রায়মাটাং নদীতে সেতু না থাকায় জল বেড়ে গেলে সমস্যায় পড়বেন ভুতরি, রায়মাটাং, গাঙ্গুটিয়া বনবস্তির ভোটার। কালচিনির বিডিও চন্দ্রসেন খাতি বলেন, “সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানে আটটি বুথে ভোটে কর্মীদের পানা ও বাসরা নদী পার করার জন্য সশস্ত্র সীমা বলের (এসএসবি) ট্রাক ছাড়াও চা বাগানের বড় গাড়ি, ক্রেন বলা হয়েছে। জল বাড়লে ভোটকর্মীর জন্য ব্যবস্থা আছে। ভোটার সমস্যায় পড়লে দেখা হবে।” ভুতরি বনবস্তির একটি অংশে ১৬০ জন ভোটার পানা নদী পার হয়ে চুয়াপাড়া পঞ্চায়েতের রাধারানি টিজি প্রাথমিক স্কুলে গিয়ে ভোট দেবেন। বনবস্তির লক্ষণ শর্মা বলেন, “বৃষ্টি হলে নদীতে স্রোতে বাড়ে। সেই সময় হেঁটে নদী পার হওয়া সমস্যা হবে।” আরএসপি নেতা রামকুমার লামা জানান, নদীতে জল বাড়লে সমস্যা হবে। ব্লক কংগ্রেসের সভাপতি মোহন শর্মা বলেছেন, “জল বাড়লে ব্লকের কয়েকশো ভোটার নদী পেরিয়ে ভোট দিতে বুথে আসতে পারবেন না। এই নিয়ে আগেই ব্লক প্রশাসনকে জানিয়ে দিয়েছিলাম। বাসিন্দারা যদি ভোট দিতে না পারেন তার দায় প্রশাসনের।”
|
পাহাড়ে অশান্তির আশঙ্কা মোর্চার
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং |
গোর্খাল্যান্ডের দাবিকে বিবেচনা না করে পৃথক তেলেঙ্গানা রাজ্যের ঘোষণা হলে পাহাড়ে অশান্তি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করল গোর্খা জনমুক্তি মোর্চা। সোমবার সাধারণ সম্পাদক রোশন গিরির নেতৃত্বে এক প্রতিনিধি দল কংগ্রেসের সাধারণ সম্পাদক অম্বিকা সোনির সঙ্গে দেখা করে ওই আশঙ্কার কথা জানান। রোশন গিরি জানান, আমরা কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সকল সদস্যের সঙ্গে দেখা করে তেলেঙ্গানার পাশাপাশি গোর্খাল্যান্ডের দাবিও বিবেচনার জন্য বলছি। শুধু তেলেঙ্গানার ঘোষণা হলে পাহাড়ে সমস্যা হতে পারে। আমরা তা চাই না। রাজ্য বিধানসভায় পাশ না হলেও পৃথক রাজ্যের বিষয়টি কেন্দ্র বিবেচনা করতে পারে। তেলেঙ্গানা তার প্রমাণ। উল্লেখ্য, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সব সদস্যের সঙ্গে দেখা করে তাঁদের আলাদা রাজ্যের দাবিটি বিবেচনার আবেদন জানানো শুরু করেছেন মোর্চা নেতারা। একই দাবিতে সন্ধ্যায় দার্জিলিঙে একটি মোমবাতি মিছিল করেন মোর্চা কর্মী, সমর্থকেরা।
|
তদন্ত দাবি
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
তৃণমূল দফতরের সামনে টাঙানো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সংবলিত ফ্লেক্স ছিঁড়ে ফেলার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি কোতোয়ালির অরবিন্দ পঞ্চায়েতের গোমস্তাপাড়ায়। রবিবার রাতে ফ্লেক্সটি ছেঁড়া হলেও সোমবার সকালে তা নজরে আসে। ঘটনাস্থলে জড়ো হয়ে তৃণমূল কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। তৃণমূল প্রার্থী নীতা চক্রবর্তী বলেন, “দোষীদের খুঁজে বার করতে পুলিশকে বলা হয়েছে।”
|
মৃতদেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
দু’দিন নিখোঁজ থাকার পর বিরকিটি নদীর পাড় থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ। সোমবার সকালে দেহটি উদ্ধারের পর চাঞ্চল্য ছড়ায়। গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মৃত মহিলার নাম ঠাকুরদাসী মোদক (৫৫)। তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশ। মৃতার পরিবার সূত্রে জানা যায়, নানা অসুখে ভুগছিলেন ঠাকুরদাসী দেবী।
|
ভর্তির দাবি
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
আবেদনকারীদের কলেজে ভর্তির দাবিতে ছাত্র পরিষদের আন্দোলন চলছেই। সংগঠনের সদস্যরা সোমবার জলপাইগুড়ির এসি কলেজে ধর্মঘট করেন। শিক্ষকদের অনুরোধে ভর্তি বিষয়ে সভা করার জন্য ‘অ্যাডমিশন কমিটি’র সদস্যদের ঢুকতে দেওয়া হয়। কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হতে আন্দোলনে নামে ছাত্র পরিষদ।
|
ফ্লেক্স ছেঁড়ার নালিশ
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
তৃণমূল কংগ্রেস দফতরের সামনে টাঙানো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত ফ্লেক্স ছিঁড়ে ফেলার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার অরবিন্দ পঞ্চায়েত এলাকায়।
|
গ্রেফতার |
বাংলাদেশি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করল নকশালবাড়ি থানার পুলিশ। রবিবার রাতে নকশালবাড়ির কালুয়াজোত থেকে তাঁকে ধরে পুলিশ। ধৃত ব্যক্তির নাম মহম্মদ বসিত মিয়াঁ (২১)। |
|