টুকরো খবর
দেগঙ্গায় কংগ্রেস কর্মী খুনে অধরা মূল অভিযুক্তরা, ক্ষোভ

তৃতীয় দফার ভোটে দেগঙ্গার বেড়াচাঁপায় কংগ্রেস কর্মী খুনের পর তিনদিন কেটে গেলেও এখন অধরা মূল অভিযুক্তরা। এই অভিযোগে সোমবার দেগঙ্গার বেড়াচাঁপায় টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাল কংগ্রেস। অবরোধের ফলে টাকি রোডে প্রবল যানজটের সৃষ্টি হয়। পরে দেগঙ্গা থানার ওসি ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের প্রতিশ্রুতি দেওয়ার পর অবরোধ উঠে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৯ জুলাই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়াতে পঞ্চায়েত নির্বাচন ছিল। সে দিন সন্ধ্যায় দেগঙ্গার বেড়াচাঁপা এক পঞ্চায়েতের ইয়াজপুর প্রাথমিক স্কুলের সামনে চায়ের দোকানে বসেছিলেন কংগ্রেস কর্মী আনোয়ার হোসেন।
দেগঙ্গায় পথ অবরোধ কংগ্রেস কর্মী-সমর্থকদের। সোমবার তোলা নিজস্ব চিত্র।
কংগ্রেসের অভিযোগ, ভোট নিয়ে আলোচনার সময় কয়েকজন আনোয়ার হোসেনের উপর চড়াও হয়ে তাঁকে ব্যাপক মারধর করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আনোয়ার হোসেনের। ঘটনার পর ১১ জন সিপিএম কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ আসিফ আহমেদ ও ইউসুফ আলি নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। কিন্তু বাকিরা ‘ফেরার’। স্থানীয় কংগ্রেস নেতা সিরাজুল হক, আবদুল হাইয়ের অভিযোগ, “অভিযুক্তরা প্রকাশ্য ঘুরে বেরাচ্ছে। অথচ পুলিশ তাদের ধরছে না। অবিলম্বে দুষ্কৃতীরা গ্রেফতার না হলে মানুষ আইন নিজেদের হাতে তুলে নিতে বাধ্য হবে।”

সিপিএম-তৃণমূল সংঘর্ষ

তৃণমূল ও সিপিএমের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে জখম হয়েছেন উভয়দলের ৬ জন। ঘটনাটি ঘটেছে, রবিবার রাতে পাথরপ্রতিমার অচিন্ত্যনগর গ্রামে। আহতদের মধ্যে দুই তৃণমূল কর্মী পাথরপ্রতিমা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্‌সাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের নলকূপে জল নেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারপিট হয়। দু’পক্ষই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে, তৃণমূলের একটি মঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে হাবরা থানার বেলেডাঙা এলাকায়। রাজ্যের খাদ্যমন্ত্রী ও হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ, “পঞ্চায়েতে জয় নিশ্চিত বুঝতে পেরে বিজয়োত্‌সবের মঞ্চ তৈরি করা হয়েছিল। সিপিএমের দুষ্কৃতীরা তাতে আগুন ধরিয়ে দেয়।” যদিও অভিযোগ অস্বীকার করে সিপিএম এই ঘটনার পিছনে তৃণমূলের গোষ্ঠীকোন্দলকে দায়ী করেছে।

বসিরহাটে ৭টি বুথে আজ ফের ভোট

নির্বাচন কমিশনের নির্দেশে বসিরহাট মহকুমার ৭টি বুথে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে আজ, মঙ্গলবার। কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। বসিরহাটের মহকুমা শাসক শ্যামল মণ্ডল বলেন, “বসিরহাট ১ নম্বর ব্লকের গোঠরা পঞ্চায়েতের লক্ষণকাটি শিশু শিক্ষাকেন্দ্রের একটি বুথ (৯৮ নম্বর বুথ), হিঙ্গলগঞ্জের সান্ডেলেরবিল পঞ্চায়েতের উত্তর বাঁকড়ার সান্দিরদরগা (৩৩ নম্বর বুথ), বাঁকড়া জমাদার পাড়া আইসিডিএস কেন্দ্র (৩৬ নম্বর বুথ), বাঁকড়া প্রাথমিক স্কুল (৩৭/১ নম্বর বুথ), বাঁকড়া প্রাথমিক স্কুল (৩৭/২ নম্বর বুথ) , কাজি নজরুল এমএসকে কেন্দ্র (৪২ নম্বর বুথ) এবং বাঁকড়া ডোবর প্রাথমিক স্কুলের একটি বুথে (৪৩/১ নম্বর বুথ) পুনর্নির্বাচন হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.