টুকরো খবর
খুনিদের ধরার দাবিতে মিছিল
বিক্ষুব্ধ তৃণমূল কর্মী খুনের ঘটনায় জড়িতদের ধরার দাবিতে মিছিল হল গড়বেতায়। সোমবার বিকেলে আমলাগোড়া থেকে রাধানগর পর্যন্ত মিছিল হয়। তবে মিছিলে কোনও রাজনৈতিক দলের পতাকা ছিল না। গত ১৪ জুলাই থেকে নিখোঁজ ছিলেন গণেশ দুলে। ওই দিন সকালে তিনি বাজারে বেরোন। আর বাড়ি ফেরেননি। তাতে আত্মীয়দের সন্দেহ হয়, তাঁকে দলের ক্ষমতাসীন গোষ্ঠীর কেউ খুন করেছেন। লিখিত অভিযোগও করা হয়। গত বৃহস্পতিবার কুড়চিবনি এলাকার সেতুর নীচে গণেশের বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। ইতিমধ্যে এ ঘটনায় দু’জনকে ধরা হয়েছে। যদিও স্থানীয়দের দাবি, মূল অভিযুক্তরা পলাতক। পুলিশ তাঁদের ধরতে সে ভাবে পদক্ষেপই করছে না। পুলিশের অবশ্য আশ্বাস, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

অগস্টের গোড়ায় বোর্ড মিটিং
বোর্ড মিটিং ডাকার জন্য খড়্গপুরের ভারপ্রাপ্ত পুরপ্রধানকে চিঠি দিলেন জেলাশাসক। পুরসভা সূত্রে খবর, অতিরিক্ত জেলাশাসকের মারফত সোমবার এই চিঠি পৌঁছয়। পুরসভার এক্সিকিউটিভ অফিসার (ইও) বাসুদেব পাল বলেন, “জেলাশাসকের চিঠি পেয়েছি। ভারপ্রাপ্ত পুরপ্রধান এ দিন আসেননি। তাঁকে বিষয়টি জানানো হচ্ছে।” জানা গিয়েছে, অগস্টের গোড়ায় খড়্গপুরে পুরপ্রধান নির্বাচন হতে পারে। নিয়মানুযায়ী, পুরপ্রধান নির্বাচনের জন্য যে দিন বোর্ড মিটিং হবে, তার অন্তত তিন দিন আগে কাউন্সিলরদের চিঠি দিতে হয়। রাজ্য সরকারের একটি নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিল কংগ্রেস। গত সোমবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে, তিন সপ্তাহের মধ্যে বোর্ড মিটিং ডেকে পুরপ্রধান নির্বাচন করতে হবে। আদালতের নির্দেশে এখন ভারপ্রাপ্ত পুরপ্রধানের দায়িত্ব সামলাচ্ছেন উপ-পুরপ্রধান তুষার চৌধুরী। পুরসভা সূত্রে খবর, জেলাশাসকের চিঠি এসে পৌঁছনোর পর বোর্ড মিটিং ডাকার তোড়জোড় শুরু হয়েছে। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত করা হয়নি।

চন্দ্রকোনায় ডাকাতি
বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে দুষ্কৃতীরা এসে দরজা ভেঙে টাকা-গয়না নিয়ে পালাল। রবিবার রাতে চন্দ্রকোনা শহরের নয়াগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, কৃষি দফতরের প্রাক্তন কর্মী কান্তি দত্তের বাড়িতে আট-দশ জন দুষ্কৃতী চড়াও হয়। পরিবারের তরফে দাবি কয়েক ভরি সোনার গয়না, নগদ কয়েক হাজার টাকা ও কিছু প্রয়োজনীয় কাগজপত্র খোওয়া গিয়েছে। সোমবার প্রতিবেশীরাই পুলিশে খবর দেন।

বাস উল্টে জখম ২৫
পথ দুর্ঘটনায় আহত হল ২৫ জন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে খড়্গপুর লোকাল থানা এলাকার বেনাপুরের কাছে। দিঘা-মেদিনীপুর রুটের একটি বেসরকারি যাত্রিবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তাতেই কম বেশি ২৫ জন আহত হন। তবে অধিকাংশেরই চোট ছিল সামান্য। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ২-৩ জনের আঘাত গুরুতর। তাঁদের খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

পুর-অবস্থান
দ্রুত পুরসভা নির্বাচনের দাবিতে মেদিনীপুর পুরসভার সামনে অবস্থান কর্মসূচি করল বিজেপি। সোমবারের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের নেতা তথা শহর সভাপতি অরূপ দাসের কথায়, “সরকার গণতান্ত্রিক রীতিনীতি কিছু মানছে না। সময়ে নির্বাচন হলে মানুষকে সমস্যার মধ্যে পড়তে হত না। দ্রুত নির্বাচনের দাবিতেই এই কর্মসূচি।”

টায়ার উদ্ধার
প্রায় দু’মাস আগে খড়্গপুরের দোকান থেকে চুরি যাওয়া গাড়ির টায়ার উদ্ধার হল উত্তর প্রদেশের বরৌলি থেকে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ উত্তরপ্রদেশে গিয়ে তল্লাশি চালিয়ে তা উদ্ধার করে।

মেটালার জঙ্গলে মিলল বন্দুক-গুলি
রবিবার রাতে গোয়ালতোড়ের মেটালা জঙ্গলে অভিযান চালিয়ে তিনটি একনলা বন্দুক, ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করল যৌথ বাহিনী। একদা মাওবাদীদের শক্ত ঘাঁটি গোয়ালতোড়ের বিভিন্ন জঙ্গলেই এখন তল্লাশি চলছে। যৌথ বাহিনী টহল দিচ্ছে গোয়ালতোড়ের প্রায় সব রাস্তায়। রবিবার রাতে তল্লাশি চালানোর সময়ই মাটির নীচে পোঁতা অস্ত্রশস্ত্র উদ্ধার হয়।

অস্ত্র উদ্ধার
রবিবার রাতে গোয়ালতোড়ের মেটালা জঙ্গলে অভিযান চালিয়ে তিনটি একনলা বন্দুক, ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করল যৌথ বাহিনী। একদা মাওবাদীদের শক্ত ঘাঁটি গোয়ালতোড়ের বিভিন্ন জঙ্গলেই এখন তল্লাশি চলছে। যৌথ বাহিনী টহল দিচ্ছে গোয়ালতোড়ের প্রায় সব রাস্তায়। রবিবার রাতে তল্লাশি চালানোর সময়ই মাটির নীচে পোঁতা অস্ত্রশস্ত্র উদ্ধার হয়।

বিদ্যুৎস্পৃষ্টের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত দেবাশিস নন্দীর (৪৭) বাড়ি চন্দ্রকোনা থানার মৌলা গ্রামে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.