পাঁচ লক্ষের কম আয়েও রিটার্ন
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
চাকরিজীবীদের বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রেও এ বার থেকে রিটার্ন জমা দিতে হবে, জানাল প্রত্যক্ষ কর পর্ষদ। এই আয়ের মধ্যে অন্যান্য সূত্রে আয় হওয়া ১০ হাজার টাকাও ধরা আছে। গত দুই অর্থবর্ষে রোজগারের ওই স্তরকে রিটার্ন জমা থেকে ছাড় দিয়েছিল তারা। কিন্তু ২০১৩-’১৪ হিসাব বর্ষে এই ছাড়ের মেয়াদ বাড়ানো হয়নি বলে এক বিবৃতিতে জানিয়েছে পর্ষদ। ৫ লক্ষের বেশি আয়ে অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক হয়েছে আগেই।
|
টাটা কর্তার আশ্বাস
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
গাড়ি শিল্প, বিশেষত যাত্রী গাড়ির পক্ষে এখন কঠিন সময় চলছে বলে সতর্কবার্তা দিলেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। তবে একই সঙ্গে ২০২০-র মধ্যে বদলে যাওয়া চাহিদার সঙ্গে তাল মিলিয়ে একগুচ্ছ নতুন গাড়ি এনে ঘুরে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন তিনি। এর মধ্যে হাইব্রিড বা বৈদ্যুতিক গাড়ির মতো বিকল্প জ্বালানির গাড়িও থাকবে। সম্প্রতি দেশ জুড়ে গাড়ি বিক্রি মুখ থুবড়ে পড়ার ধাক্কা এসেছে টাটা মোটরসের উপরেও। মিস্ত্রির মতে, বহুজাতিক সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতা এর অন্যতম কারণ।
|
পণ্য-পরিষেবা কর কমিটির নয়া প্রধান |
আব্দুল রহিম রাঠের রাজ্যগুলির অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত পণ্য-পরিষেবা কর সংক্রান্ত ভারপ্রাপ্ত কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন। তিনি জম্মু-কাশ্মীরের অর্থমন্ত্রী। জুনে বিহারের অর্থমন্ত্রী সুশীল কুমার মোদী পদত্যাগ করায় পদটি খালি হয়।
|