ট্রেন ঠেলে মহিলা উদ্ধার
সংবাদসংস্থা • টোকিও |
ট্রেন ঠেলতে ব্যস্ত যাত্রীরা। টোকিওর কাছে সোমবার। ছবি: এ পি |
ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝে ২০ সেন্টিমিটারের ফাঁক। কর্মব্যস্ত সোমবারের সকালে ওই ফাঁক গলে পড়ে গিয়েছিলেন বছর তিরিশের এক মহিলা। শেষ পর্যন্ত অনেকে মিলে ২৯ টন ওজনের ট্রেন ঠেলে সরিয়ে উদ্ধার করলেন তাঁকে। টোকিওর উত্তরে সাইতামার মিনামি-উরাওয়া স্টেশনে ওই ঘটনার পর পরই মাইকে ঘোষণা করা হয় এক জন যাত্রী পড়ে গিয়েছেন ট্রেন আর প্ল্যাটফর্মের ফাঁকে। সঙ্গে সঙ্গে রেল অফিসারদের পাশাপাশি ছুটে আসেন জনা চল্লিশ সাধারণ মানুষ। সকলে মিলে প্ল্যাটফর্ম থেকে ঠেলে সরাতে শুরু করেন ট্রেনটিকে। এখানকার ট্রেনে এমন ব্যবস্থা করা রয়েছে, যাতে ট্রেনটি যে কোনও দিকে কাত হলেও পড়ে যাবে না। সেই প্রযুক্তি থাকায় সবাই ধাক্কা দেওয়ায় কিছুটা হেলে যায় ট্রেন। প্ল্যাটফর্ম আর ট্রেনের মাঝে অনেকটা জায়গা হয়। এ বার সহজেই বেরিয়ে আসতে সক্ষম হন ওই মহিলা। তাঁর গায়ে কোনও আঘাতও লাগেনি। ওই মহিলার নাম অবশ্য জানা যায়নি। তিনি উঠে আসার পরেই হাততালির বন্যা। উদ্ধারকারীদের অসাধারণ কাজ দেখছিলেন বহু মানুষ। বাহবা দিতে পিছু হটেননি তাঁরা। |
ধর্ষণের অভিযোগ করায় জেল, মুক্তি দিলেন রাজা
সংবাদসংস্থা • দুবাই |
কাজের সূত্রে দুবাই এসেছিলেন ২৪ বছরের ইন্টিরিয়র ডিজাইনার মার্টে ডেবরা ডালেভ। শহরের একটি হোটেলে থাকছিলেন তিনি। গত মার্চ মাসে ডেবরা পুলিশের কাছে অভিযোগ জানান, হোটেলের ঘরে এক সহকর্মী তাঁকে ধর্ষণ করেছেন। কিন্তু পুলিশ ঘটনার তদন্ত করা তো দূর, উল্টে ডেবরার বিরুদ্ধেই অবৈধ যৌন সম্পর্ক এবং মদ খাওয়ার অভিযোগ আনে। আদালতে ওই মামলা উঠলে ডেবরার ১৬ মাসের কারাদণ্ড হয়। তাঁর পাসপোর্ট, এবং যাবতীয় টাকা কেড়ে নেয় পুলিশ। এই ঘটনা জানাজানি হতে বিতর্ক শুরু হয়। নরওয়ের বিদেশ মন্ত্রকের তরফে ডেবরাকে এই রায়ের বিরুদ্ধে মামলা চালাতে সহায়তার আশ্বাস দেওয়া হয়। এর পরেই পিছু হটে সৌদি সরকার। সৌদি রাজা ডেবরাকে মুক্তি দেন। নরওয়ের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ডেবরাকে পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে। দেশ ছাড়ার অনুমতিও দেওয়া হয়েছে। |
ইরাকে দু’টি জেলে হামলা, হত ৪১
সংবাদসংস্থা • বাগদাদ |
আবু ঘ্রাইব-সহ ইরাকের দু’টি জেলে জঙ্গিদের আক্রমণে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। রবিবার রাতে উত্তর বাগদাদের তাজি জেল এবং পশ্চিম বাগদাদের আবু ঘ্রাইবে প্রায় একই সময় আক্রমণ চালায় জঙ্গিরা। জেল কর্তৃপক্ষদের মতে, বন্দিদের ছাড়ানোর জন্যই এই আত্রমণ। প্রায় ১০ ঘণ্টা ধরে তাণ্ডব চালায় জঙ্গিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চপার থেকে গুলি চালায় সেনাবাহিনী। তাজিতে জেলের সামনে ৫ টা বোমাও ফাটে। দু’টি জেলের প্রায় ১ হাজার জন বন্দি আক্রমণ চলাকালীন পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। |
ছুরি-হামলায় চিনে হত ১
সংবাদসংস্থা • বেজিং |
ছুরি-হামলায় নিহত হলেন এক মহিলা। আড়াই-বছরের এক শিশু-সহ তিন জন গুরুতর আহত। সোমবার বেজিংয়ের একটি দোকানে ঘটনাটি ঘটেছে। সরকারি সংবাদমাধ্যম সূত্রের খবর, ক্লোজড সার্কিট ক্যামেরায় দেখা গিয়েছে এক বয়স্ক ব্যক্তি ওই দোকান থেকে প্রথমে ছুরি কেনেন। এর পরে হঠাৎই দোকানে আসা বছর পঞ্চাশের এক মহিলার বুকে ছুরি বসিয়ে দেন। ঘটনাস্থলেই মারা যান তিনি। এক আড়াই বছরের শিশু-সহ আর তিনও জনকে আক্রমণ করেন ওই ব্যক্তি। পুলিশ তাকে গ্রেফতার করেছে। |