টুকরো খবর
শ্রাবণী মেলায় বিশেষ ব্যবস্থা দুই স্টেশনে
শ্রাবণী মেলা উপলক্ষে পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের যশিডি ও বৈদ্যনাথধাম স্টেশনে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। রবিবার এই ব্যবস্থা নিরীক্ষণ করার জন্য স্টেশন দু’টি ঘুরে দেখেন আসানসোলের এডিআরএম এ কে শুক্ল। রেল সূত্রে জানানো হয়েছে, এই দুই স্টেশনে অতিরিক্ত আরপিএফ মোতায়েন করা হয়েছে। জিআরপির সঙ্গে আরপিএফের যৌথ বাহিনীর মাধ্যমে এই লাইন দিয়ে চলাচলকারী সমস্ত ট্রেনে কড়া নজরদারি চালানো হচ্ছে। এছাড়া দু’টি স্টেশনে সিসিটিভি বসানো হয়েছে। স্টেশন ম্যানেজারদের ঘরে বিশেষ কন্ট্রোলরুম বানিয়ে যাত্রীদের গতিবিধিও নজরে রাখা হচ্ছে। জল নিরোধক সামগ্রী দিয়ে অস্থায়ী ম্যারাপ বাঁধা হয়েছে। এর জন্য খরচ হয়েছে প্রায় সাড়ে তিনলক্ষ টাকা। অতিরিক্ত পানীয় জলের ট্যাঙ্ক ও অস্থায়ী শৌচাগার বানানো হয়েছে। স্টেশনে রয়েছে চিকিৎসক দল ও অ্যাম্বুল্যান্সও।

মুম্বই থেকে উদ্ধার অপহৃত নাবালিকা
অপহৃত এক নাবালিকাকে মুম্বই থেকে উদ্ধার করে এনেছে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। ওই নাবালিকাকে অপহরণ করার অভিযোগে পুলিশ আগেই আব্দুল আলি ও আব্দুল হালিম নামে দুই ভাইকে গ্রেফতার করেছিল। পুলিশ জানায়, দিন দশেক আগে আসানসোলের চিনাকুড়ি এলাকা থেকে অপহৃত হয় ওই নাবালিকা। তাকে প্রথমে হুগলির মগড়ায় লুকিয়ে রাখা হয়েছিল। তদন্তে নেমে এই দুই অভিযুক্তকে মগড়া থেকে গ্রেফতার করে পুলিশ। তারপর ধৃতদের আসানসোল মহকুমা আদালতে তুলে ১৪ দিনের পুলিশি হেফাজতে নিয়ে অপহৃত নাবালিকার খোঁজ চালায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, মুম্বইয়ের উল্লাসনগরে ওই নাবালিকাকে লুকিয়ে রাখা হয়েছে। সেখানে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

জলের দাবি, ক্ষোভ
পানীয় জল, রাস্তা ও নিকাশির দাবি জানিয়ে আসানসোল পুরসভায় বিক্ষোভ দেখিয়েছেন ৯ নম্বর ওয়ার্ডের একদল বাসিন্দা। সোমবার মেয়রের কাছে স্মারকলিপি দেন তাঁরা। তাঁদের অভিযোগ, পুরসভার জল সরবরাহের পাইপলাইন থেকে নিয়মিত পানীয় জল মিলছে না। নর্দমাগুলি নিয়মিত সাফাই না হওয়ায় নোংরা জল উপচে এলাকায় ছড়িয়ে পড়ছে। অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে। তাঁরা পুর কর্তৃপক্ষের কাছে এই পরিস্থিতির উন্নতি চেয়ে দাবি জানিয়েছেন। মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। তিনি জানান, এলাকার কাউন্সিলরের পরামর্শেই বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়।

লোহা চুরিতে ধৃত
বন্ধ কারখানা থেকে লোহা চুরি করে পালানোর সময় বমাল দুই ব্যক্তিকে ধরেছে রানিগঞ্জ পুলিশ। পুলিশ জানায়, ধৃত সামিম খান ও ওয়াহিদ হোসেন দীর্ঘ দিন বন্ধ পড়ে থাকা বার্ন স্ট্যান্ডার্ড কারখানার কয়েক টন লোহা একটি লরিতে চাপিয়ে পাচার করছিল। তখনই তাদের ধরা হয়। সোমবার আসানসোল আদালতে তাদের জেল হাজতের নিদের্শ হয়েছে।

কোথায় কী

দুর্গাপুর

প্রিয়নাথ চট্টোপাধ্যায়ের স্মরণে সভা। বিধানভবন। বিকাল সাড়ে পাঁচটা।
উদ্যোগ: বর্ধমান জেলা কংগ্রেস কমিটি (শিল্পাঞ্চল)।

ব্যাডমিন্টন প্রতিযোগিতা। সিধু কানহু স্টেডিয়াম।
উদ্যোগ: ওয়েস্টবেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন।

ফুটবল প্রতিযোগিতা। ডিপিএসএ মাঠ। বিকাল ৪টা।

ফুটবল প্রতিযোগিতা। ট্রাঙ্ক রোড। বিকাল সাড়ে তিনটে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.