শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে গুলি ভদ্রেশ্বরে
নিজস্ব সংবাদদাতা • ভদ্রেশ্বর |
পারিবারিক অশান্তির জেরে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে গুলি করে পালাল এক যুবক। শনিবার রাতে হুগলির ভদ্রেশ্বরের ঘটনা। পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধি বছর চব্বিশের টুসি সাউকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভদ্রেশ্বরের গভর্নমেন্ট কলোনির তরুণী টুসির সঙ্গে বছর চারেক আগে হাওড়ার বেলুড়ের বাসিন্দা করণ গুপ্তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ লেগে ছিল। টুসির বাপের বাড়ির লোকজনের অভিযোগ, টুসির উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকজন। অত্যাচার সহ্য করতে না পেরে বেশ কিছু দিন আগে টুসি বাপের বাড়িতে চলে আসেন। শনিবার করণ স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভদ্রেশ্বরে আসে। কিন্তু টুসি ফিরতে চাননি।
এই নিয়ে দু’পক্ষের মধ্যে ফের উত্তেজনা বাড়ে। রাত সাড়ে ১১টা নাগাদ করণ বলে, সে বাড়ি চলে যাচ্ছে। ঘর থেকে বেরিয়ে স্ত্রী-কে বাইরে ডাকে। অভিযোগ, টুসি ঘর থেকে বেরোতেই তাঁর বুকে গুলি করে করণ। তারপর পালায়। টুসিকে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। টুসির মা সুষমা সাউ ভদ্রেশ্বর থানায় মেয়েকে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন জামাইয়ের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত করণ গুপ্তার খোঁজে তল্লাশি চলছে। সে অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত বলেও জানিয়েছে পুলিশ।
|
তৃণমূল বিধায়কের গাড়িতে ‘হামলা’
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
এ বার উলুবেড়িয়ার উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক নির্মল মাজির গাড়িতে হামলার চেষ্টার অভিযোগ উঠল সিপিএম কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। শনিবার রাতে নির্মলবাবু উলুবেড়িয়ার কাঁটাবেড়িয়ায় দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করতে যান। রাত ১২টা নাগাদ তিনি আমতায় দলীয় কার্যালয়ে ফিরছিলেন। বাবুরবাঁধ এলাকায় তাঁর গাড়ি লক্ষ করে সিপিএমের লোকজন বোমা ছোড়ে বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্মলবাবু। যদিও বোমাটি তাঁর গাড়িতে লাগেনি। অভিযোগ পেয়ে রবিবার ওই এলাকায় তদন্তে যায় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে বেশ কিছু বোমা ও তরোয়াল উদ্ধার করে পুলিশ। নির্মলবাবুর দাবি, “এলাকায় সন্ত্রাস চালাতে ওই সব অস্ত্র মজুত করে সিপিএম। ওরাই বোমা ছুড়েছিল।” অভিযোগ উড়িয়ে সিপিএমের উলুবেড়িয়া ৪ নম্বর জোনাল কমিটির সম্পাদক সুফল বাগ বলেন, “ভোটের আগে থেকে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূলই। বোমা ওরাই মজুত করেছে। আমাদের কর্মীদের মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। বোমা ছোড়ার ঘটনয় দলের কেউ যুক্ত নয়।”
|
ব্যবসায়ীর টাকা ছিনতাই চুঁচুড়ায়
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে আঘাত করে টাকার ব্যাগ, সোনার হার, আংটি ছিনতাই করে নিয়ে পালাল দুষ্কৃতীরা। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার বালির মোড় এলাকায়। পুলিশ জানায়, ব্যান্ডেল কালীতলার বাসিন্দা প্রদীপ বিশ্বাস নামে এক মাছব্যবসায়ী এ দিন ভোরে মোটর বাইক নিয়ে গঙ্গার ধারে আড়তে যাচ্ছিলেন। তাঁর কাছে একটি ব্যাগে কয়েক হাজার টাকা ছিল। বালির মোড়ের কাছাকাছি আসতেই দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র উঁচিয়ে পথ আটকায়। প্রদীপবাবু ছিনতাইয়ে বাধা দিতে গেলে তাঁকে বন্দুকের বাঁট দিয়ে মাথায় মারে। এরপরে টাকা-ভর্তি ব্যাগ, আংটি, চেন নিয়ে পালায়। পালানোর সময়ে দুষ্কৃতীরা শূন্যে কয়েক রাউন্ড গুলিও ছোড়ে। চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন প্রদীপবাবু। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তথাগত বসু। এ দিকে, এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় ব্যবসায়ী মহলে। |