বেজিং আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার বোমা বিস্ফোরণ ঘটানোয় দায়ী জি ঝংসিং আদতে এক ট্যাক্সিচালক। এ কথা জানিয়েছে চিনা প্রচারমাধ্যম। পুলিশের মারে জি ঝংসিংয়ের কোমরের নীচের অংশ অকেজো হয়ে যায়। পুলিশের কাজের প্রতিবাদ জানাতেই তিনি বিস্ফোরণ ঘটিয়েছেন বলে খবর। চিনের একনায়কতন্ত্রে শান্তিপূর্ণ উপায়ে বিক্ষোভ দেখানোর সুযোগ না থাকায় এই ধরনের ঘটনা বাড়তে পারে বলে অনেকের ধারণা।
|
অস্ট্রেলিয়ার প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফের কাছে চারটি বোমা ফেলল দু’টি মার্কিন যুদ্ধবিমান। মার্কিন সপ্তম নৌবহরের একটি জাহাজ থেকে যাওয়া ওই বিমান দু’টিকে একটি দ্বীপে তৈরি নকল লক্ষ্যবস্তুতে বোমা ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, তাতে ব্যর্থ হয় তারা। রিফের কাছে একটি জলাশয়ে বোমাগুলি ফেলে দেওয়া হয়। তবে সেগুলিতে কোনও বিস্ফোরক ছিল না।
|
দেউলিয়া হয়ে গিয়েছিলেন ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত অভিনেতা পল ভট্টাচার্য। গত সপ্তাহে পলের দেহ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে জানা যায়।
|
ছেলে ফিলিপের জন্য সিংহাসন ছেড়ে দিলেন বেলজিয়ামের রাজা দ্বিতীয় অ্যালবার্ট। ৭৯ বছরের অ্যালবার্টের ছেলে ফিলিপের বয়স এখন ৫৩। |