প্রচারে মুকুল
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট ও কল্যাণী |
নির্বাচনী প্রচারে রানাঘাটের পান্থপাড়ায় শনিবার সভা করেন তৃণমূল সাংসদ মুকুল রায়। ওই সভায় মুকুলবাবু বলেন, “এ পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনে ৭জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৬জন তৃণমূল কর্মী।” তিনি বলেন, “গত দু’বছরে রাজ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে। নদিয়া জেলা পরিষদ তৃণমূল দখল করবে। কেউ আটকাতে পারবে না।” কামদুনির ঘটনা সম্পর্কে মুকুলবাবু বলেন, “কামদুনির ঘটনা দুঃখজনক। তবে ওই ঘটনায় অভিযুক্তরা গ্রেফতার হয়েছেন। মুখ্যমন্ত্রী নিজে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। শুধুমাত্র রাজ্য সরকারকে হেয় করার জন্য দিল্লিতে দরবার করা হল।” তিনি আরও বলেন, “রাজ্য সরকার পনেরো বছর ক্ষমতায় থাকবে। আর কেন্দ্র সরকার আর মাত্র ৪-৬ মাস থাকবে। তাই উন্নয়নের স্বার্থে তৃণমূলকে ভোট দিন।” এ দিন কল্যাণীর মুরাতিপুরের সভায় তিনি বলেন, “সর্বত্র মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। পঞ্চায়েত নির্বাচনে এ পর্যন্ত ৯টি জেলায় ভোট হয়েছে। সেগুলির সবকটিতেই তৃণমূল জিতবে।”
|
জখম চার জওয়ান
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
নির্বাচনের ডিউটি করতে মালদহ যাওয়ার পথে একটি বাস উল্টে জখম হলেন চার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেবগ্রামের কাছে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে জওয়ান বোঝাই বাসটি উল্টে যায়। |