ফের বাইশ গজে প্রযুক্তির ভূমিকা নিয়ে তোলপাড় ক্রিকেট বিশ্ব। এ বারও ধাক্কা খেল অস্ট্রেলিয়া।
এমনিতেই অ্যাসেজে পরপর দুই টেস্টে হারের জ্বালা লর্ডসে তৃতীয় দিনই টের পেতে শুরু করে দিয়েছেন মাইকেল ক্লার্ক ও তাঁর দলবল। তৃতীয় দিন ৩৩৩-৫ তুলে অস্ট্রেলিয়ার সামনে ৫৬৬ রানের পাহাড় গড়ে ফেলেছে ইংল্যান্ড। যার অর্থ দ্বিতীয় টেস্টেও হার বাঁচাতে লড়তে হবে অস্ট্রেলিয়াকে। তার ওপর এ দিন ইয়ান বেলের ক্যাচ স্টিভ স্মিথ ঘাসের উপর থেকে তুলে নেওয়া সত্ত্বেও যে ভাবে বাতিল করে দিলেন নিউজিল্যান্ডের টিভি আম্পায়ার টনি হিল, তাতে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। এমনকী ক্রিকেট অস্ট্রেলিয়ার নিজস্ব টুইটার অ্যাকাউন্টে এই অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিয়ে অশ্রাব্য মন্তব্যও করা হয়। পরে এই টুইটের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া ক্ষমা চেয়ে নিয়ে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু তাতে বিতর্ক বিশেষ কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। |
এ সবের মাঝেই ওয়ার্নারের খাওয়া ঘুসির জবাব যেন পুরো অস্ট্রেলিয়ার চোয়ালে এ দিন বসিয়ে দিলেন জো রুট। জীবনের আট নম্বর টেস্টে ডাবল সেঞ্চুরি থেকে ২২ রান দূরে বাইশ বছরের রুট (১৭৮ ব্যাটিং)। বেল অবশ্য ৭৪ রান করে সেই স্মিথের বলে মিড উইকেটে রজার্সের হাতে ধরা পড়েন। তবে ক্রিকেটের মক্কায় এক বাইশ বছরের ব্যাটসম্যানের মহাকীর্তি যেন অনেকটাই ফিকে হয়ে গেল আউট-বিতর্কের জেরে।
এ দিন চা বিরতির কিছু আগে রায়ান হ্যারিসের বল ইয়ান বেলের ব্যাট হয়ে গালিতে সোজা স্মিথের দিকে যায়। |
২-০ দেখছেন কুক? শনিবার লর্ডসের ব্যালকনি। পাশে পিটারসেন। |
স্মিথ প্রায় মাটি ঘেঁষা ক্যাচ নিলেও তাঁর আঙুল বলের নীচেই ছিল। টিভি রিপ্লেতে দেখা যায় তাঁর আঙুল কিছুটা ঘাসে ঢেকে ছিল। আম্পায়ার সিদ্ধান্ত জানানোর আগে তৃতীয় আম্পায়ারের সঙ্গে পরামর্শ করেন। কিন্তু তৃতীয় আম্পায়ার একাধিক রিপ্লে দেখে তা নাকচ করে দেন। টিভি বক্সে বসা প্রাক্তন ইংরেজ অধিনায়ক ডেভিড গাওয়ারও এই সিদ্ধান্তে বিস্মিত। প্রাক্তন ক্রিকেটার তথা সাংবাদিক মাইক সালভি টুইট করেন, “নিজের বাড়ি-ঘর বাজি রেখে বলতে পারি, ওটা আউট ছিল”। ইয়ান বোথামের টুইট, “মনে হয় ওটা আউটই ছিল”।
এদিকে আবার ইংল্যান্ড শিবিরে দুঃসংবাদ, চোটের জন্য পরের টেস্টে অনিশ্চিত পিটারসেন। |