|
|
|
|
যৎকিঞ্চিৎ... |
মানসিক ভারসাম্যহীন ব্যক্তি পার্টির পতাকা ছিঁড়ে ফেলেছিলেন, তাই তাঁকে এক অতি-অনুগত পার্টিপ্রেমী পিটিয়ে খুন করল, তার পর মৃতদেহ ছুড়ে দিল পুকুরের জলে। ব্যবহারটা খুব খারাপ করেনি। সংজ্ঞা তো বদলায়। ইদানীং রাজনীতির সঙ্গে অশিক্ষা অসভ্যতা অমানবিকতা এমন ওতপ্রোত, কট্টর আদর্শবাজি ফলাতে খিস্তি আস্ফালন শাসানি, সঙ্গে ধোবিপাট ধোলাইয়ের সঙ্গত বেশ জমে। দেকার্তোত্তর বিশ্বে, পতপত পতাকাও উছলে বলে ওঠে: ‘আমি পেটাই, তাই আমি আছি।’ |
|
|
|
|
|